মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা একজন ভারতীয় নাগরিক সহ এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছি। দু’জনের সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে। কেন কোন উদ্দেশ্যে সে এদেশে ঢুকেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ফুলবাড়ির আমায়দিঘির এশিয়ান হাইওয়ে-২ তে একটি গাড়িকে আটক করে তল্লাশি চালায় পুলিস। গাড়িটি ফিরদৌস চালাচ্ছিল। তার পাশে সিটে বসেছিল আতাউর রহমান। দুজনের কাছে পরিচয়পত্র চাওয়া হলে কালিয়াগঞ্জের বাসিন্দা নিজের নথি দিতে পারলেও বাংলাদেশি নাগরিক তা দেখাতে পারেনি। এরপরই তাদের আটক করে নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে আসা হয়। ফিরদৌসের সমস্ত নথি খতিয়ে দেখা শুরু করেছে পুলিস। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছে হলদিবাড়ি সীমান্ত হয়ে আতাউর এদেশে এসেছে। হলদিবাড়ির এক দালাল তাকে অনুপ্রবেশে সাহায্য করেছে। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
কালিয়াগঞ্জ থেকে গাড়ি নিয়ে তাকে নিতে যায় ফিরদৌস। সেখানে আতাউরের আরও আত্মীয় আছে বলে জানতে পেরেছে পুলিস। এদেশে ওই আত্মীয় পরিজনেদের সঙ্গে দেখা করতে এসেছিল আতাউর নাকি অন্য কোনও উদ্দেশ্য আছে তা জানতে পুলিস তদন্ত শুরু করেছে। এছাড়াও হলদিবাড়ি হয়ে গত কয়েক বছরে কতজন বাংলাদেশি এদেশে ঢুকেছে তাও খতিয়ে দেখছে পুলিস।