মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
১৪ জানুয়ারি যদুপুরের মোমিন পাড়ায় ড্রেন উদ্বোধন করতে গিয়ে বকুল শেখের উপর হামলা এবং তৃণমূল কর্মী হাসু শেখের খুনের পর থেকেই গা ঢাকা দিয়েছিল রিয়াউল। বুধবার রাতে পুলিস মোবাইলের সূত্র ধরে রিয়াউলের অবস্থান জানতে পারে। তদন্তকারী অফিসাররা রিয়াউলকে শেরশাহি এলাকার একটি গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করেন। বৃহস্পতিবার দুপুরে আদালতে নিয়ে যাওয়ার সময় নিজেকে নির্দোষ বলে দাবি করেন রিয়াউল। তাঁর দাবি, এই হামলা ও খুনের পিছনে যদুপুর অঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান রফিক মোমিনের হাত রয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এই রফিক একসময় যদুপুর অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান ছিলেন। কিন্তু পদ চলে যাওয়ার পরেই তিনি কংগ্রেসে যোগদান করেন। বর্তমানে তাঁর মেয়ে যদুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। গত অক্টোবরে তিনি মেয়েকে নিয়ে ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেন। যদিও তাঁর বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন রফিক। তিনি বলেন, পুলিসের হাতে রিয়াউল গ্রেপ্তার হয়েছে বলে এখন আমাকে ফাঁসানোর চক্রান্ত করছে।
কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী জানিয়েছেন, জাকির ঘনিষ্ঠ রিয়াউলকে গ্রেপ্তার করে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।