সংবাদদাতা, ময়নাগুড়ি: এখন থেকে স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে সোনার অলঙ্কার বিক্রি করতে হলে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আসতে হবে। স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বৈঠক করেন। সেখানেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, দোকানে যিনি সোনা বিক্রি করতে আসবেন তাঁর মোবাইল নম্বর রেখে দিতে হবে। পাশাপাশি ওই ব্যক্তির আধার কার্ডের ফটোকপি রাখতে হবে। ওই ব্যক্তির বাড়ি যেখানে সেখানকার জনপ্রতিনিধির সঙ্গেও কথা বলে নিতে হবে স্বর্ণ ব্যবসায়ীকে। চুরি যাওয়া সোনার অলঙ্কার কিনে ইতিমধ্যেই কয়েকজন ব্যবসায়ীকে পুলিসের জেরার মুখে পড়তে হয়েছে। তাই কারও কাছ থেকে সোনা কেনার আগে যাতে যাচাই করে নেওয়া হয় এবং ভবিষ্যতে কোনও ঝামেলার মুখে পড়তে না হয় তারজন্যই ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে পুলিসের পক্ষ থেকে। উল্লেখ্য, ময়নাগুড়ি ব্লকে স্বর্ণ ব্যবসায়ী সমিতির আওতায় ১৩০ জন ব্যবসায়ী আছেন। ময়নাগুড়ি স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপ্পা কর্মকার বলেন, প্রশাসন খুব ভালো উদ্যোগ গ্রহণ করেছে। তবে আমরা কাগজ ছাড়া আগে থেকেই সোনা ক্রয় করি না। অনেকেই বাড়ির পুরনো সোনা বিক্রি করতে নিয়ে আসেন। তাঁদের কাছ থেকে আমরা কাগজে সই করিয়ে নিই। তাছাড়া প্রতিটি দোকানে সিসি ক্যামেরা আছে। প্রশাসনের বার্তা আমরা প্রত্যেক ব্যবসায়ীর কাছে তুলে ধরব।
আইসি বলেন, যিনি সোনা বিক্রি করছেন তাঁকে যেন পরবর্তীতে সহজেই চিহ্নিত করা যায় তারজন্যই এই পদক্ষেপ। আশা করছি প্রত্যেক ব্যবসায়ী প্রশাসনের এই নিয়ম মানবেন।