পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
পুর প্রশাসক পরিচয় জানতে চাইলে বলা হয়, ‘তোকে গুলি করে মারব।’ তারপর ফোনটা কেটে যায়। সন্দীপ বলেন, হুমকি ফোনের পর ওই রাতেই রায়গঞ্জ থানার আইসিকে বিষয়টি আমি জানিয়েছিলাম।এদিন বিকেলে লিখিত অভিযোগ জানালাম।
জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘসময় ধরে বহু মানুষের বিবাদ মেটানোর মতো কাজ করেছি। তাতে একপক্ষ সন্তুষ্ট হলেও, অনেক সময় অপর পক্ষের রুষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। রাজনৈতিক কারণেও বহু শত্রু থাকতে পারে। তাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। যে বা যারা এই কাণ্ড করেছে, পুলিস তাদের চিহ্নিত করে দ্রুত গ্ৰেপ্তার করুক।
অন্যদিকে, ঘটনা প্রসঙ্গে বিরোধী রাজনৈতিক দলের চক্রান্তের সম্ভাবনা দেখছেন রায়গঞ্জ পুরসভার উপ পুর-প্রশাসক অরিন্দম সরকার। তিনি বলেন, এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলের ষড়যন্ত্র থাকতে পারে।
সামনেই রায়গঞ্জ পুরসভার নির্বাচন হওয়ার কথা। আগামী বছর আবার বিধানসভা নির্বাচন রয়েছে। তাই সতর্ক থাকার প্রয়োজন আছে। আমরা সকলেই প্রশাসকের সঙ্গে এদিন থানায় অভিযোগ জানানোর জন্য যাই। এদিকে পুলিস সূত্রে খবর, এদিন রাতেই এক যুবককে আটক করা হয়েছে। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, হুমকি কাণ্ডে একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। প্রসঙ্গত, ২০২২ সালের জুন মাসে সন্দীপবাবুকে পুরসভার প্রশাসক হিসেবে মনোনীত করে রাজ্য সরকার। দেহরক্ষী হিসেবে তাঁর দু’জন সশস্ত্র পুলিশ কনস্টেবল রয়েছে। পাশাপাশি নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলভারও রয়েছে। তবুও সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হুমকি ফোনে আতঙ্ক বাড়িয়েছে। পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস।-নিজস্ব চিত্র