পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্যোগে রাজ্যজুড়ে বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র সপ্তাহ উদযাপন করা হচ্ছে। সেই উপলক্ষে এদিন নালাগোলা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের বিভিন্ন সচেতনতা কর্মসূচি, স্থানীয় ব্যাঙ্ক ও লাইব্রেরিতে নিয়ে গিয়ে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয় বিদ্যালয়ের তরফে।
স্থানীয় বাসিন্দা অরূপ লালা জানান, শিশু পড়ুয়ারা পথচলতি মানুষদের যেভাবে সচেতন করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা সম্পর্কেও তারা ছোট থেকে সচেতন হবে এই কর্মসূচির মাধ্যমে।
তাছাড়া এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে নিয়ে গিয়ে ধারণা দেওয়া হয় পড়ুয়াদের। সাধারণ মানুষের কাছে ব্যাঙ্কের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দেওয়া হয় তাদের। এরপর নালাগোলা লাইব্রেরিতে বিভিন্ন বই পড়ে খুদেরা।
প্রধান শিক্ষক রতন কুমার সরকার বলেন, স্থানীয় পুলিস ও প্রশাসনের সহায়তায় পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়েছে।
পাশাপাশি ছাত্র সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার হবিবপুর ব্লকের আইহো প্রাথমিক বিদ্যালয় কক্ষে পড়ুয়াদের তৈরি বিভিন্ন সামগ্রী দিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আইহো অবর বিদ্যালয় পরিদর্শক সম্পদ পাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দাস সহ অন্যরা।
সঞ্জয় বলেন, ছাত্রছাত্রীরা মাটি, কাগজ সহ বিভিন্ন উপকরণ দিয়ে পুতুল, ফল, ঘর তৈরি করেছে। সেগুলি প্রদর্শনীর মাধ্যমে ছাত্র সপ্তাহ পালন করা হল।