অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
বুথ সভাপতিদের উদ্দেশে বিধায়ক বলেন, আগামী বিধানসভা নির্বাচনে চোপড়ার কোনও বুথে লিড কম হলে বুথের নেতাদের জবাবদিহির মুখে পড়তে হবে। সন্তোষজনক উত্তর পাওয়া না গেলে প্রয়োজনে দল থেকে বহিষ্কার করা হবে। সম্মেলনে ৩৪ টি বুথ সভাপতির নাম ঘোষণা করা হয় এদিন। তাঁদের দলীয়ভাবে শপথবাক্য পাঠ করানো হয়।
সম্মেলন শেষে বিধায়ক জানান, সাধারণ মানুষের কাজ করলে কেউ বুথে হারবে না। এত উন্নয়ন করার পরেও যদি বুথে হেরে যাই, তাহলে বুঝে নিতে হবে বুথ সভাপতি, মেম্বারদের দোষ রয়েছে।
তাঁদের ছেড়ে কথা বলা হবে না। ইতিমধ্যে শুরু হয়েছে অঞ্চলে অঞ্চলে সংগঠন গোছানোর কাজ। মাঝিয়ালি অঞ্চল কোর কমিটির চেয়ারম্যান একরামুল হক বলেন, একটা সময় এই অঞ্চলে বিজেপি বিভিন্ন ভোটে এগিয়ে থাকতো, এবারের বিধানসভা নির্বাচনে প্রায় কুড়ি হাজার ভোটের লিডের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাই এখন থেকে মাঠে নেমে পড়েছেন আমাদের দলের কর্মীরা।