অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
পুলিস জানিয়েছে, ধৃতদের মধ্যে দু’জন বরাত পাওয়া ঠিকাদার সংস্থার সুপারভাইজার, কৃষ্ণ দাস ও বিশ্বনাথ রায়। দু’জনেরই বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। গ্রেপ্তার করা হয়েছে পাচারে ব্যবহার করা গাড়িচালক সুনীল বর্মনকেও। তার বাড়ি আলিপুরদুয়ারের শামুকতলা থানার তালেশ্বরগুড়ি গ্রামে। মাদারিহাট থানার ওসি মিংমা শেরপা বলেন, রঙের বালতিগুলি শামুকতলায় বিক্রির উদ্দেশ্য ছিল ধৃতদের। মুজনাই বাগানে সুখা নদীর ধারে চা সুন্দরী প্রকল্পের বরাত পাওয়া ঠিকাদার সংস্থা মাদারিহাট থানায় অভিযোগ করার পরেই তিনজনকে গ্রেপ্তার করা হয়। -নিজস্ব চিত্র।