অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
ভালুকা রোড ক্রসিংয়ের উপর দিয়ে রাজ্যসড়ক অতিক্রম করে গিয়েছে। রেলের কাটিহার ডিভিশনের ভালুকা রোড স্টেশনের উপর দিয়ে কাটিহার ও এনজেপিগামী বহু প্যাসেঞ্জার, মেইল ট্রেন ও মালগাড়ি প্রতিদিন যাতায়াত করে। একবার রেলগেট পড়লে দীর্ঘক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়। রেল গেটের পাশে বটতলা থেকে রাজেশ্বর মোড় পর্যন্ত যানজট লেগে থাকে। অফিস টাইমে তীব্র যানজট হয়। হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মশালদহ, দৌলতপুর, ভালুকা গ্রাম পঞ্চায়েত ও পার্শ্ববর্তী চাঁচল-২ ব্লকের গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের বহু স্কুলের পড়ুয়ারা এই রেল ক্রসিং অতিক্রম করে যাতায়াত করে। শিক্ষক, শিক্ষিকারাও আটকে পড়েন এখানে। এই রেল ক্রসিং অতিক্রম করে মশালদহ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ব্যাঙ্ক, এসআই অফিস সহ অন্য অফিসে যাতায়াত করেন স্থানীয় মানুষ। যানজটে এলাকার মানুষ বিরক্ত। স্থানীয় বাসিন্দা রামপ্রসাদ সাহা, আনিকুল ইসলামরা বলছেন, প্রতিদিন এই রেল ক্রসিংয়ে যানজটে পড়তে হয়। এখানে ওভারব্রিজের খুব দরকার। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের রিজিয়া সুলতানা বলেন, ভালুকা রোড রেল ক্রসিংয়ে যানজট নিরসনে উড়ালপুলের প্রয়োজন। বিষয়টি কাটিহারের ডিআরএমকে জানানো হবে।
(ভালুকারোড রেল স্টেশনের পাশে লেভেল ক্রসিংয়ে যানজট।-নিজস্ব চিত্র)