অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পালাবদলের পরে সীমান্তে উত্তেজনা রয়েছে। ঠিক এমন সময় বিএসএফ ক্যাম্পের পাশেই মর্টার মেলায় চাঞ্চল্য ছড়ায়। ঝিকরির বাসিন্দা রঞ্জন মোদক বলেন, হাসিনা সরকারের পালা বদলের পরে সীমান্তে উত্তেজনা রয়েছে। এই প্রেক্ষিতে মর্টার উদ্ধার হওয়ায় আতঙ্কে ছিলাম আমরা। কোনও অঘটন যাতে না হয়, সেই ভয়ে রাতে অনেকেই ঘুমাননি। তবে সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, ১৯৭১-এর যুদ্ধে এই ধরনের মর্টার সেল ব্যবহার করেছে পাকিস্তানি সেনা। সীমান্তের ৪-৫ কিমি দূর থেকে ভারতীয় সেনাদের লক্ষ্য করে শেলটি ছোড়া হয়েছিল। সেটি ফাটেনি। পুরোপুরি নিষ্ক্রিয়ও হয়নি। দিনহাটার এসডিপিও ধীমান মিত্র বলেন, বিএসএফ ও পুলিসের উপস্থিতিতে ভারতীয় সেনাবাহিনী মর্টারটি নিষ্ক্রিয় করেছে। -নিজস্ব চিত্র।