পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
উল্লেখ্য, আদালতের এই রায় প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রীর জন্য যেন মরার উপর খাঁড়ার ঘা-এর স্বরূপ। কারণ, তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিনি ইতিমধ্যেই জেলে বন্দি রয়েছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে ইমরানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলা করেছিল ন্যাব। আল-কাদির বিশ্ববিদ্যালয় তৈরির ক্ষেত্রে ১৯০ মিলিয়ন পাউণ্ডের দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ করা হয়। সেই মামলাতেই সস্ত্রীক ইমরানকে দোষী প্রমাণিত করা হল। প্রসঙ্গত, দুর্নীতি-সহ আরও একাধিক মামলা বর্তমানে ইমরানের উপরে রয়েছে। যদিও গোটা বিষয়টিকেই ষড়যন্ত্র বলেই তোপ দেগেছেন ইমরান।