পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
আপাতত পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডে প্রায় তিন হাজার একর জমি পুড়ে গিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন।
সূত্রের খবর, লস এঞ্জেলসের প্যাসিফিক প্যালিসেডেসে বহু বাড়ি ইতিমধ্যেই আগুনে পুড়ে গিয়েছে। সাধারণ মানুষের সম্পত্তির পাশাপাশি পরিবেশেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। নিধনযজ্ঞে পুড়ে ছাই শতাধিক গাছপালা ও পশু-পাখি। ফলে এলাকার পরিবেশগত ভারসাম্যও বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা।
দুর্গত এলাকায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল। আগুনের তীব্রতা দেখে প্রায় ৩০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আপাতত, স্থানীয় স্কুল, কমিউনিটি সেন্টার এবং অন্য অপেক্ষাকৃত নিরাপদ স্থানগুলিকেই জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে।
প্রশাসনের তরফে আগুন নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টার ও ছোট প্লেনকেও কাজে লাগানো হচ্ছে। তবে, আবহাওয়া খারাপ থাকার কারণে আগুনকে বাগে আনতে বেগ পেতে হচ্ছে আধিকারিকদের। ফলে পরিস্থিতি ক্রমেই ঘোরালো হচ্ছে। আপাতত, স্থানীয়দের খুব প্রয়োজন ছাড়া বাইরে আসতে নিষেধ করা হয়েছে। জোরকদমে চলছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা।