অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
এদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্তের সময়সীমা আরও দু’মাস বৃদ্ধি করল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। মঙ্গলবার ট্রাইবুনালের চেয়ারম্যান গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। বেঞ্চ জানিয়েছে, আগামী বছরের ১৮ ফেব্রুয়ারির মধ্যে হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে। একইসঙ্গে হাসিনা, প্রাক্তন মন্ত্রী ওবায়েদুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে গত জুলাই-আগস্ট মাসে গণআন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলার তদন্ত শেষের সময়সীমাও দু’মাস বাড়িয়েছে ট্রাইবুনাল।
ইতিমধ্যেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসিনা, রেহানা ও সজীবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। তাঁদের বিরুদ্ধে কয়েক ডজন খুনের মামলা দায়ের হয়েছে। এবার হাসিনার আমলে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু হল।