অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশে বঙ্গবন্ধুর ইতিহাস মুছে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে বলে আগেই অভিযোগ উঠেছিল। তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন পদক্ষেপেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। এদিন বিজয় দিবসেও তাঁকে ব্রাত্যই করে রাখা হল। এদিনের ভাষণে ইউনুস দাবি করেন, এবারের বিজয় দিবসের তাত্পর্য আলাদা। কারণ এবার বিশ্বের সবচেয়ে স্বৈরাচারী সরকারকে অপসারণ করতে সক্ষম হয়েছে বাংলাদেশের জনগণ। এদিন জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানান ইউনুস। তাঁর সঙ্গে ছিলেন পূর্ব তিমোরের প্রেসিডেন্ট জোস রামোস-হোর্তা। বিজয় দিবসে প্রতি বছর ঢাকায় সেনাবাহিনীর তরফে প্যারেডের আয়োজন করা হতো। এবার সেই প্যারেডও বাতিল করে দেওয়া হয়েছে। ইউনুসের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, সেনাবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে ব্যস্ত থাকায় প্যারেড বাতিল করা হয়েছে।
এদিন দুপুরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন আটজন আওয়ামি লিগ নেতা-কর্মী। তাঁদের মধ্যে এক প্রাক্তন সাংসদ। ফুলের তোড়ায় আওয়ামি লিগ লেখা দেখেই তাদের বাধা দেয় পুলিস। এরপর ওই আটজনকে পুলিস আটক করে। স্থানীয় আশুলিয়া থানা ধৃতদের বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগ করেছে। অন্যদিকে, পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ও পড়ুয়াদের উপর এদিন হামলা হয়। তাঁরা শহিদ বেদিতে শ্রদ্ধা জানানোর পরেই এই ঘটনা ঘটে। ব্যানার ও ফেস্টুনে বঙ্গবন্ধুর নাম থাকার জন্যই হামলা হয় বলে অভিযোগ।