প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
আবহাওয়া দপ্তর ভ্যালেন্সিয়া জুড়ে প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে। অবিরাম ভারী বৃষ্টির জেরেই সেখানে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তিউরিস ও উতিয়েল সহ বেশ কয়েকটি জায়গায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। এরমধ্যেই বিপর্যয়ের বহু ভিডিও সামনে এসেছে। সেখানে বন্যার জল থেকে বাঁচতে বহু মানুষকে গাছের ডালে আশ্রয় নিতে দেখা গিয়েছে। জলের তোড়ে বাড়ি-ঘর, গাড়ি তো বটেই তার সঙ্গে অনেক জায়গায় রেললাইনও উপড়ে গিয়েছে। জরুরি সতর্কতা হিসেবে এলাকাজুড়ে সড়ক পরিবহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি অফিসাররা গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। প্লাবিত এলাকার মানুষকে উদ্ধার করতে রাবার বোট নামানো হয়েছে। একইসঙ্গে হেলিকপ্টারের মাধ্যমেও উদ্ধারকাজ চলছে। অন্তত হাজার খানেক সেনাকর্মীকে বিধ্বস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণের কাজে মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক অতীতে স্পেনে এহেন ভয়াবহ বন্যার খবর মেলেনি।