পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
এই জ্বরের কারণ অনুসন্ধানে রয়েছে পিজিআইএমইআর চণ্ডীগড়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এবং জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (এনসিডিসি) মতো সংস্থা। কিন্তু এখনও পর্যন্ত এর কোনও সদুত্তর মেলেনি। গোটা রাজৌরি জেলাজুড়ে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। গত শনিবারই বাধাল গ্রামের এক মহিলার শরীরের এই জ্বরের লক্ষণ দেখা দেয়। আপাতত তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। বর্তমানে চিকিৎসকদের একটি দল গ্রামটিতে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। তাছাড়া জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর এবং পুলিসও এই ঘটনায় তদন্ত শুরু করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে।
রাজৌরির এক সরকারি আধিকারিক বলেন, “আমরা গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আশা করছি, আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে এই রোগ এবং মৃত্যুর কারণেপ একটি প্রাথমিক রিপোর্ট পাওয়া যাবে। চিকিৎসার পাশাপাশি ডোর-টু-ডোর কাউন্সেলিং এবং নজরদারিও চলছে। সম্প্রতি আইসিএমআর নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে।”