Bartaman Patrika
দেশ
 

প্রিয়জনকে হারিয়ে ফেলার বদনাম ঘুচছে ‘ডিজিটাল কুম্ভে’

সুদীপ্ত রায়চৌধুরী, প্রয়াগরাজ: প্রথম শাহি (অথবা অমৃত) স্নান শেষ। ব্যাগপত্র নিয়ে ঘরে ফেরার পথ ধরেছেন বহু মানুষ। তবে সঙ্গমের পশ্চিম প্রান্তে ৪ নম্বর সেক্টরের এদিকটায় চাপ একটু একটু করে হালকা হচ্ছে। নন্দী দ্বারের কাছে অবশ্য এখনও ভিড়। সেই ‘মেলা’র মধ্যেই আচমকা নজরে পড়ল মেয়েটিকে। উদভ্রান্তের মতো ছোটাছুটি করছে। একবার দৌড়ে গঙ্গার ঘাটের দিকেও গেল। আবার ফিরে এসে দু’একবার ঘাড় উঁচু করে এদিক-ওদিক দেখল। মুখের কাছে হাত নিয়ে চিৎকার করারও চেষ্টাও করল। কিন্তু গলার কাছে দলা পাকিয়ে আসা কান্নায় চাপা পড়ল স্বর। তখনই এগিয়ে গেলেন এক পুলিসকর্মী। ‘খোয়া-পায়া কেন্দ্রে’র (অনুসন্ধান কেন্দ্রের পোশাকি নাম) দিকে নিয়ে গেলেন মেয়েটিকে।
এককালে কুম্ভমেলায় এসে দুই ভাইয়ের হারিয়ে যাওয়ার অংশটা ছিল বলিউডি সিনেমার কমন পার্ট। নানা ঘাত-প্রতিঘাতের শেষে ক্ল্যাইম্যাক্সে এসে হারিয়ে যাওয়া ছেলেকে একটা উল্কি বা পেনডেন্ট দেখে খুঁজে পেতেন বাবা-মা। ভাই ফিরে পেত ভাইকে। সবার চোখে জল। হ্যাপি এন্ডিং। মোবাইল ‘ইনভেশনে’ সেই ট্রেন্ড অনেকটাই অফ ট্র্যাক। কিন্তু তারপরেও মানুষ হারিয়ে যায়। যেমন হারিয়ে গিয়েছে নিশা নাইড়ুর ঠাকুমা। কাঁদো কাঁদো গলা আর ভাঙা হিন্দিতে চিত্তুরের নিশা জানাল, ‘ঠাকুমার সঙ্গে হাত ধরেই মেলায় ঘুরছিলাম। মাঝে হঠাৎ ভিড়ের চাপে হাত ফসকে যায়। তারপর এদিক ওদিক অনেকক্ষণ ধরে খুঁজছি।’ নন্দী দ্বারের পরেই মহাকুম্ভের লোগো দেওয়া যে গ্লো-সাইন বোর্ডটা আছে, তার উপরেও উঠেছিল সে। তবু দেখা পায়নি। শুনেই ঠাকুমার মোবাইল নম্বর চাইলেন একজন। কিন্তু ঠাকুমার কাছে কোনও ফোন নেই। তাই সব ডিটেইলস নিয়ে শুরু হল মাইকে ঘোষণা।
কুম্ভমেলার মডেল অনুসন্ধান কেন্দ্রের সামনে তখন প্রায় ১২টি পরিবার বসে। প্রত্যেকেরই কেউ না কেউ হারিয়েছেন। মাইকে প্রিয়জনের নাম শুনলেই একটু উদগ্রীব হয়ে এদিক-ওদিক চাইছেন। দু’চোখে চঞ্চলতা। দেখা না পেলে নেমে আসা হতাশাও। ফের শুরু অপেক্ষা। অন্তহীন।
কুম্ভে সবচেয়ে বেশি হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে স্নানের ঘাটে। আরও পিন পয়েন্ট করে বললে স্নান সেরে ওঠার পর। হয়তো কেউ ডুব দিল এখানে, স্রোতের টানে উঠল ২০ মিটার দূরে। এর মধ্যে মানুষের গাদাগাদি ভিড়ে কাউকে খুঁজে পাওয়া দায়। এবার অবশ্য দুর্ঘটনা ও হারিয়ে যাওয়ায় রাশ টানতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রশাসন। নদীর সামনের দিকের কিছুটা অংশ স্নানের জন্য নির্দিষ্ট করা হয়েছে প্লাস্টিকের ব্যারিকেড, দড়ি দিয়ে। এই অংশে জল কোনওমতে হাঁটু ছুঁয়েছে। ফলে ডুব দেওয়াই দায়। ভেসে যাওয়া তো দূর কি বাত। তার পরেও মানুষ হারাচ্ছেন। স্নান থেকে উঠে ডানদিকের বদলে বাঁ দিকে চলে যাচ্ছেন, কেউ আবার গুলিয়ে ফেলছেন কত নম্বর ল্যাম্পপোস্টকে তিনি ল্যান্ডমার্ক করেছিলেন। ব্যস, তার পরেই গন্তব্য খোয়া-পায়া কেন্দ্র। হারিয়ে যাওয়ার ভয়ে সেজন্য অনেকেই পরিবারের সামনের জনের চাদরের খুঁট বা শাড়ির আঁচল হাতে ধরে হাঁটছেন। অনেকটা ছোটবেলাকার রেলগাড়ির মতো করে।
নিশার অবশ্য ভাগ্য সুপ্রসন্ন ছিল। মাত্র ২০ মিনিটের মধ্যেই ঠাকুমাকে পাওয়া গিয়েছে। যাঁদের পাওয়া যাচ্ছে না, তাঁদের কী হবে? কেন্দ্রের এক কর্মী জানালেন সেকথা। বললেন, ‘হারিয়ে যাওয়া মানুষ খুঁজে পেলে আমাদের এই ক্যাম্পে এনে ছবি তুলে নাম-ঠিকানা জেনে রেজিস্ট্রেশন করে রাখা হয়। জানতে চাওয়া হয় বাড়ির সদস্যদের ফোন নম্বর। যাতে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়। কখনও কখনও অনেকে চট করে নম্বর বলতে পারেন না। তখন খুঁজে পেতে দেরি। সেক্ষেত্রে অবশ্য ক্যাম্পে খাওয়াদাওয়া, এমনকী শোওয়ার ব্যবস্থাও রয়েছে।’ এর মধ্যেই নিখোঁজ ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে বিকাশ পান্ডের। বাঁ দিকের বদলে ভিডিও করতে করতে সোজা বড় হনুমান মন্দিরের দিকে চলে গিয়েছিল সে। ডিজিটাল ব্যবস্থা আর কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরায় ফেস রেকগনিশন তাকে ফিরিয়েছে। এই প্রযুক্তি ব্যবহারে গোটা বিষয়া যে অনেক সহজ হয়েছে, মেনেছেন অনুসন্ধান কেন্দ্রের দ্বায়িত্বপ্রাপ্ত মণীশ ঝা-ও। 
শুধু খোয়া-পায়া কেন্দ্র নয়, প্রতিটা পন্টুন ব্রিজের পাশেই রয়েছে একটা করে পুলিসি সহায়তা কেন্দ্র। ভিড় করছেন বহু মানুষ। তার মধ্যে সবচেয়ে বেশি ভিড় সঙ্গম ঘাটের পুলিসি সহায়তা কেন্দ্রে। সেখানে আবার প্রিয়জনকে খুঁজে দেওয়ার আর্জি নিয়ে গেলে ঘোষণা করানো হচ্ছে তাঁকে দিয়েই। নানান ভাষায় মাইকে ঘোষণা চলছে। 
সঙ্গম ঘাট থেকে কিলা ঘাটের দিকে যাওয়ার চোখে পড়ল, গঙ্গা জল নেওয়ার দুটো সদ্য কেনা পাত্র নিয়ে ঊর্ধ্বশ্বাসে এক নম্বর ওয়াচ টাওয়ারের দিকে দৌড়চ্ছে এক কিশোর। সে দৌড় মাকে হারিয়ে ফেলার? নাকি বকুনির ভয়ে? বোঝা গেল না। তবে গতি দেখলে চোখ বড় হতো উসেইন বোল্টেরও। কারণ তখন কানে আসছে একটা বাঙালি গলা। সুতীক্ষ্ণ কণ্ঠে এক মহিলা সুর সপ্তমে চড়িয়ে ছেলে তীর্থঙ্করের উদ্দেশে বলছেন, ‘যেখানে দাঁড়াতে বলেছিলাম, সেখানে তো এসে তোকে দেখতে পেলাম না! কোথায় ঘুরছিস? এক্ষুনি এক নম্বর ওয়াচ টাওয়ারের নীচে আয়।’

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে অজানা জ্বরের আতঙ্ক, মৃত ১৬

জম্মু ও কাশ্মীরের রাজৌরির বাধাল গ্রামে অজানা জ্বরের আতঙ্ক। এই জ্বরে এখনও পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ৩৮। ডিসেম্বর মাসের প্রথম দিকে এই জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়। এখনও এই জ্বরে আক্রান্ত হচ্ছেন একের পর এক মানুষ।
বিশদ

বাতিল হচ্ছে পুরনো আয়কর কাঠামো? আসন্ন বাজেটেই ঘোষণা নির্মলার, ১৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়

পুরনো আয়কর কাঠামোকে এবার কি চিরতরে বন্ধই করে দেওয়ার পথে হাঁটতে চলেছে নরেন্দ্র মোদির অর্থমন্ত্রক? আসন্ন বাজেটে এই লক্ষ্যে ঘোষণা করা হতে পারে বলে জল্পনা তুঙ্গে। কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর, ২০২৬-২৭ আর্থিক বছরকে পুরনো আয়কর কাঠামোর শেষ বর্ষচক্র হিসেবে ধরা হতে পারে। বিশদ

মন্নতেও রেকি! সইফের সঙ্গেই টার্গেট শাহরুখ

এদিক-ওদিক দেখছে একজন। তবে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ একটি হাইপ্রোফাইল বাংলোর দিকে। কয়েকবার চারপাশে পাক খেল সে। তারপর কোথা থেকে ছ’-আট ফুট লম্বা একটা লোহার মই এনে রাখল দেওয়ালে। সেটা বেয়ে ঢুকে পড়তে চাইল বাংলোর ভিতর। বিশদ

বাঘের মতো হাঁটাচলা করছেন সইফ, জানালেন চিকিত্সকরা, হাসপাতাল থেকে ছাড়া শীঘ্রই

অভিনেতা সইফ আলি খানের অবস্থা স্থিতিশীল। তিনি বিপন্মুক্ত। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউ থেকে বের করে তাঁকে আনা হয়েছে বিশেষ কক্ষে। শুক্রবার চিকিৎসকদের তরফে জানানো হয়, অল্পের জন্য বড়সড় কোনও ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছে সইফের শিরদাঁড়া। বিশদ

এইমসের বাইরে রাত কাটাচ্ছে রোগীর পরিবার, রাহুলের ভিডিওতে চাঞ্চল্য

দেখাতে হবে এইমসের ডাক্তার। তাই হাড় কাঁপানো দিল্লির ঠান্ডায় রাস্তায় রাত কাটাতে হয় অধিকাংশ রোগীর পরিবারকে। যাতে পরদিন সকালেই হতে পারে ওপিডি কার্ড। এমনই অভিযোগের ঘটনায় নড়েচড়ে বসল নয়াদিল্লির এইমস। বৃহস্পতিবার রাতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এইমসের বাইরে কম্বলমুড়ি বিশদ

বকেয়া ডিএ মিলবে না, পে কমিশন ঘোষণার খুশিতেও ক্ষোভ কর্মীদের

পে কমিশনের আনন্দের মধ্যেই বঞ্চনার বেদনা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের এখন এমনই অবস্থা। বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে অষ্টম পে কমিশন গঠিত হবে। সুতরাং সব জল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটল। বিশদ

মোদির জন্মশহরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন শাহের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মস্থান গুজরাতের ভাদনগরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই তালিকায় আছে আর্কিওলজিক্যাল এক্সপেরিয়েন্সিয়াল মিউজিয়াম, নতুন করে নির্মিত প্রেরণা স্কুল এবং একটি অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স। বিশদ

ভাড়া চাওয়ার অবস্থাই ছিল না, মুখ খুললেন অটোচালক, সইফকে হাসপাতালে নিয়ে গিয়ে চর্চায় ভজন

রুটিন মাফিক অটো চালাচ্ছিলেন। রাত সাড়ে তিনটে। মুম্বই শহর তখন প্রায় তন্দ্রাচ্ছন্ন। আচমকাই এক মহিলার উদ্বিগ্ন কণ্ঠস্বর, ‘অটো, অটো। থামাও’। বিপদের আশঙ্কা করে ছুটে গেলেন ভজন সিং রানা। দাঁড়ালেন ‘সৎগুরু শরণ’ অভিজাত আবাসনের সামনে। বিশদ

বিরল রোগের চিকিৎসায় বরাদ্দ বৃদ্ধির দাবি দিল্লি এইমসের

বিরল রোগের চিকিৎসায় প্রয়োজন বিপুল অর্থ। অথচ এই সমস্ত রোগের চিকিৎসা খাতে বাজেট বরাদ্দ কমিয়ে দিচ্ছে কেন্দ্র। শুধু তাই নয়, বেশ কিছু রোগকে ‘বিরল’ তালিকাভুক্তও করা হয়নি। আর তাতেই অসন্তুষ্ট নয়াদিল্লি এইমস। সামনেই কেন্দ্রীয় বাজেট। বিশদ

আর ইউকে-ইউএস নয়, ভারতীয়রা পরবেন ইন্ডিয়া সাইজ, প্রধানমন্ত্রীর ঘোষণার অপেক্ষা

ভারতীয়দের জামারনির্দিষ্ট মাপ চালু করতে চলেছে মোদি সরকারের বস্ত্র মন্ত্রক। দেশব্যাপী সমীক্ষার পরসম্প্রতি জমা পড়েছে এই সংক্রান্ত একটিরিপোর্ট। তার উপর ভিত্তি করেই নতুন নামাকরণ সহ জামার মাপ ঘোষিত হতে চলেছে। বিশদ

দিল্লি ভোট: বিজেপির প্রার্থী তালিকায় নেই মুসলিম মুখ, মহিলা প্রার্থী মাত্র ৯ জন

যেকোনও ইস্যুতেই লাগাতার সংখ্যালঘু উন্নয়নের বার্তা দেয় দল। কিন্তু দিল্লির গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে সেই বিজেপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকাতেই নেই একজনও মুসলিম মুখ! বিশদ

দিল্লিতে জোট চাননি কেজরি, তোপ কংয়ের

ইন্ডিয়া জোটের শরিক হয়েও দিল্লির বিধানসভা ভোটে কার্যত ‘একঘরে’ কংগ্রেস। বিজেপি বিরোধী জোট না হওয়ার জন্য আঙুল উঠেছে তাদের দিকেই। এই পরিস্থিতিতে অরবিন্দ কেজরিওয়ালের দলকে পাল্টা আক্রমণে কংগ্রেস। বিশদ

বেসরকারিকরণের প্রতিবাদে মোদি সরকারের  বিরুদ্ধে সরব দেশ বাঁচাও গণমঞ্চ

রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণ চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। এই অভিযোগে সরব বিরোধীরা। বিভিন্ন ঘটনার প্রেক্ষিত তুলে ধরে দীর্ঘদিন ধরে আন্দোলন জারি রেখেছে তৃণমূল সহ দেশের বিজেপি বিরোধী একাধিক দল। বিশদ

বিজেপিতে যোগ ২ আপ কাউন্সিলারের

ভোটমুখী দিল্লিতে আপ শিবিরে ভাঙন। শুক্রবার বিজেপিতে যোগ দিলেন আপের দুই কাউন্সিলার। তাঁরা হলেন রবীন্দর সোলাঙ্কি এবং নরেন্দ্র গিরসা। সোলাঙ্কি বাপরোলা এবং গিরসা মঙ্গলপুরী ওয়ার্ডের কাউন্সিলার। বিশদ

Pages: 12345

একনজরে
ভারতের অর্থনীতির ঝিমুনি ধরা পড়েছে একাধিক পূর্বাভাসে। এবার তাতে নতুন সংযোজন বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট। সেখানেও ধরা পড়ল দুর্দশার চিত্র। চলতি আর্থিক বছরে এদেশের জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশে থমকে যেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে তারা। ...

পৌষ পেরিয়ে বিয়ের মরশুম শুরু হতেই ফের বাড়ল সোনার দাম। শুক্রবার তা আরও একবার ৮০ হাজার টাকা ছুঁল। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ...

এক গোলে লিড কখনওই নিরাপদ নয়। হেভিওয়েট মোহন বাগানকে সেই সারসত্য আবারও বোঝালেন খালিদ জামিল। অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল মোহন ...

রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্প জীবনযাত্রা বদলে দিচ্ছে প্রত্যন্ত খনি অঞ্চলের মেয়েদের। কয়লা চুরি, মদ্যপানের বদনাম ঘুচিয়ে তাঁরা স্বহস্তে তৈরি শিল্পসামগ্রী নিয়ে বিক্রি করছেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৭৮: ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক হাওয়াই দ্বীপ আবিষ্কার করেন
১৮৫৪: আলেকজান্ডার গ্রাহাম বেলের সহকারী তথা টেলিফোন আবিষ্কারের অন্যতম প্রবর্তক  টমাস আউগুস্তুস ওয়াটসনের জন্ম
১৮৬২: বঙ্গীয় আইন পরিষদ গঠিত হয়
১৯৩৮: সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হন
১৯৪৭: সঙ্গীতশিল্পী কে এল সায়গলের মৃত্যু
১৯৪৮: হিন্দু মুসলমান দাঙ্গা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে গান্ধী তার ১২১ ঘণ্টার অনশনের অবসান ঘটিয়েছিলেন
১৯৫০: ভারত ধর্মনিরপক্ষ গণরাষ্ট্র হিসেবে ঘোষিত হয়
১৯৫১: ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব যতীন্দ্রমোহন রায়ের মৃত্যু
১৯৫৪: বিশিষ্ট মূকাভিনয় শিল্পী পার্থ প্রতিম মজুমদারের জন্ম
১৯৭২: ক্রিকেটার বিনোদ কাম্বলির জন্ম
১৯৯৬: রাজনীতিক ও অভিনেতা এন টি রামারাওয়ের মৃত্যু
১৯৯৭: একাকী এবং কারো সাহায্য ছাড়াই প্রথম ব্যক্তি হিসেবে অ্যান্টার্কটিকা পাড়ি দেন নরওয়ের বোর্জ অসল্যান্ড
২০০৩: কবি হরিবংশ রাই বচ্চনের মৃত্যু
২০০৬: সংযুক্ত আবর আমিরাতে প্রথম কোনও নির্বাচন অনুষ্ঠিত হয়
২০১৮: বিশিষ্ট বাঙালি সাংবাদিক ও কার্টুনিস্ট চন্ডী লাহিড়ীর মৃত্যু
২০২২:  কিংবদন্তী কার্টুনিস্ট ও চিত্রশিল্পী নারায়ণ দেবনাথের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড ১০৪.১৭ টাকা ১০৭.৮৭ টাকা
ইউরো ৮৭.৫৯ টাকা ৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৯,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮০,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৬,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯১,১৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯১,২৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৪ মাঘ, ১৪৩১, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫। পঞ্চমী অহোরাত্র। পূর্বফাল্গুনী নক্ষত্র ২১/১৩ দিবা ২/৫২। সূর্যোদয় ৬/২৩/২, সূর্যাস্ত ৫/১১/৬। অমৃতযোগ দিবা ৯/৫৮ গতে ১২/৫০ মধ্যে। রাত্রি ৭/৪৮ গতে ১০/২৭ মধ্যে পুনঃ ১২/১২ গতে ১/৫৮ মধ্যে পুনঃ ২/৫১ গতে ৪/৩৬ মধ্যে। বারবেলা ৭/৪৪ মধ্যে পুনঃ ১/৮ গতে ২/২৯ মধ্যে পুনঃ ৩/৫০ গতে অস্তাবধি। কালরাত্রি ৬/৫১ মধ্যে পুনঃ ৪/৪৪ গতে উদয়াবধি। 
৪ মাঘ, ১৪৩১, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫। পঞ্চমী অহোরাত্র। পূর্বফাল্গুনী নক্ষত্র দিবা ৩/২৭। সূর্যোদয় ৬/২৬, সূর্যাস্ত ৫/১০। অমৃতযোগ দিবা ৯/৫৮ গতে ১২/৫৭ মধ্যে এবং রাত্রি ৭/৫৮ গতে ১০/৩৩ মধ্যে ও ১২/১৬ গতে ১/৫৮ মধ্যে ও ২/৫০ গতে ৪/৩৩ মধ্যে। কালবেলা ৭/৪৭ মধ্যে ও ১/৯ গতে ২/২৯ মধ্যে ও ৩/৫০ গতে ৫/১০ মধ্যে। কালরাত্রি ৬/৫০ মধ্যে ও ৪/৪৭ গতে ৬/২৬ মধ্যে। 
১৭ রজব।

ছবি সংবাদ

এই মুহূর্তে
শিয়ালদহ আদালতের সামনে মানুষের ভিড়, চলছে প্রতিবাদও

01:23:00 PM

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে অজানা জ্বরে মৃত ১৬, আতঙ্ক
জম্মু ও কাশ্মীরের রাজৌরির বাধাল গ্রামে অজানা জ্বরের আতঙ্ক। এই ...বিশদ

01:09:47 PM

পাটনায় চলছে আরজেডির জাতীয় কার্যনির্বাহী বৈঠক

01:09:00 PM

গোয়ালপোখর কাণ্ড: অপরাধীদের রেয়াত করা হবে না, জানালেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম

01:06:00 PM

আর জি কর কাণ্ড: শিয়ালদহ আদালতে আনা হল মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে

12:58:00 PM

গোয়ালপোখর কাণ্ড: কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড ৩ পুলিসকর্মী

12:57:00 PM