পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
অটোয় উঠেই সইফ জিজ্ঞাসা করেন, ‘কতক্ষণ লাগবে হাসপাতালে পৌঁছতে?’ দু’কিলোমিটার দূরে লীলাবতী হাসপাতালে পৌঁছতে সময় লেগেছিল আট মিনিট মতো। সইফ নেমে যান অটো থেকে। স্ট্রেচারে নয়, হেঁটেই ঢোকেন হাসপাতালের ভিতরে। ভাড়া নেওয়া হয়নি। সম্ভবও ছিল না তখন। ক্যামেরার সামনে অপ্রস্তুত ভজন বলছিলেন, ‘এত বড় ঘটনা ভাবিনি। পারিবারিক কোনও অশান্তির কারণে এমনটা হয়েছে মনে করেছিলাম। যত দ্রুত সম্ভব পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। উনি সুস্থ হয়ে উঠুন, এটাই কাম্য।’