পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
দিল্লিতে মোট বিধানসভা আসনের সংখ্যা মোট ৭০টি। কিন্তু সিপিএম সহ অন্য বাম দলের পরিস্থিতি এখানে এতই শোচনীয় যে, সম্মিলিতভাবেও ১০টি কেন্দ্রেও প্রার্থী দিতে পারেনি। লড়াই করছে মাত্র ছ’টি আসনে। এর মধ্যে সিপিএম এবং সিপিআই লড়ছে দু’টি করে বিধানসভা আসনে। বাকি দু’টি অন্যান্য বাম দলকে ছাড়া হয়েছে। যারা প্রতিনিয়ত বিরোধী ‘ইন্ডিয়া’ জোট মজবুত করার বার্তা দেয়, এমনকী দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসকেও বিভিন্ন সময় পরামর্শ দিতে কিংবা কটাক্ষ করতে ছাড়ে না, সেই সিপিএম তথা বামেদের শুধু দিল্লিতেই এহেন সঙ্গীন পরিস্থিতি।
মাত্র দু’টি আসনে প্রার্থী দিয়েও সিপিএম নেত্রী বৃন্দা কারাতের ঘোষণা, দিল্লিতে বিজেপিকে হারানোই তাঁদের একমাত্র লক্ষ্য। সেক্ষেত্রে কংগ্রেস না হলেও দিল্লির বর্তমান শাসক দল আপকে সমর্থনের রাস্তায় হাঁটা হল না কেন? উত্তর নেই।