পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
গতকাল মঙ্গলবার নিজেদের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় দম্পতির নিথর দেহ। পুলিস জানিয়েছে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। তবে কেন যে তাঁরা সেই রাতেই আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। সুইসাইড নোটে এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে কোনও তথ্য উল্লেখ করা হয়নি। এছাড়া তাঁদের স্যোশাল মিডিয়া পোস্টেও মৃত্যুর আগে যুগলে একটি ভিডিও পোস্ট করেন।
জেরিলদের স্যোশাল মিডিয়া পোস্ট দেখেই অনেকে তাঁদের ফ্ল্যাটে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিসেও। দেখা যায় ফ্ল্যাটের রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় ছিল জেরিলের দেহ। আর তাঁর স্ত্রীর দেহ ছিল সোফার উপর শোয়ানো। তাঁকে আবার ফুল দিয়ে সাজানোও হয়েছিল। শুধু তাই নয় ২৬ বছর আগের বিয়ের সেই পোশাকই এদিন তাঁরা পরেছিলেন।
প্রাথমিকভাবে পুলিসের অনুমান, প্রথমে গলায় দড়ি দেন মহিলাই। এরপর তাঁর মৃতদেহ নামিয়ে সোফার উপর রাখেন জেরিল। স্ত্রীর মৃতদেহ ফুল দিয়েও সাজান। তারপর একইভাবে আত্মঘাতী হন জেরিলও।
পুলিস জানিয়েছে, তাঁদের শেষ ইচ্ছানুযায়ী দু’জনের মরদেহ একই কফিনে শুইয়ে কবর দেওয়া হয়। কিন্তু কেন যে তাঁরা এমন কঠিন সিদ্ধান্ত নিলেন তা এখনও স্পষ্ট নয়। শুরু হয়েছে তদন্ত।