পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
জানা গিয়েছে, এদিন মালাপ্পুরম জেলার একটি মসজিদে বার্ষিক উৎসব চলছিল। সেখানে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। রীতি মোতাবেক আনা হয়েছিল পাঁচটি হাতি। সোনার গয়না দিয়ে তাদের সাজানো হয়েছিল। গোটা অনুষ্ঠান জুড়েই ছিল আনন্দের আমেজ। কিন্তু মুহূর্তেই যে আনন্দ আতঙ্কে পরিণত হবে, তা কেউই ভাবতে পারেননি। সেখানে উপস্থিত ওই পাঁচটি হাতির মধ্যে একটি হাতি আচমকাই মেজাজ হারায় এবং রুদ্রমূর্তি ধারণ করে। জুড়ে দেয় তান্ডব। তার সেই তান্ডবের একটি ভিডিও(ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান) ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে থাকতে থাকতে হাতিটি আচমকাই আক্রমনাত্মক হয়ে ওঠে। এরপরই সামনে থাকা এক যুবককে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দেয়। গুরুতর জখম হন তিনি। মাহুত হাতিটিকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করলেও ব্যর্থ হন। অনুষ্ঠানের মাঝেই হুলস্থূল বেধে যায়। সেখান থেকে পালাতে হুড়োহুড়ি পড়ে যায় সকলের। তার জেরে আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। কিন্তু কী এমন হল যাতে হাতিটি হঠাৎই ক্ষেপে গেল? এ নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে এত ভিড়ের কারণেই হাতিটি ভয় পেয়ে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।