অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
ঘটনার সূত্রপাত অবশ্য গতকাল থেকেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকরকে নিয়ে মন্তব্যের পর থেকেই তীব্র শোরগোল শুরু হয়। ফলে আজ যে সংসদে উত্তেজনার সৃষ্টি হবে, সেই সম্ভাবনা আগেই ছিল। কার্যক্ষেত্রে হলও তাই। ধাক্কাধাক্কি থেকে রক্তারক্তি, কিছুই বাদ গেল না সংসদ চত্বরে।
আজ, বৃহস্পতিবার রাহুল গান্ধীসহ কংগ্রেসের অন্য সাংসদেরা যখন সংসদ ভবনে প্রবেশ করতে যান, তখনই তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই শুরু হয় ধাক্কাধাক্কি। বিজেপির অভিযোগ, এই ধাক্কাধাক্কির সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ধাক্কার জেরে মাথা ফাটে বিজেপি সাংসদ প্রতাপ সারাঙ্গির। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও, আহত হন আর এক বিজেপি সাংসদ মুকেশ রাজপুত।
ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। রাগার বিরুদ্ধে সরাসরি ধাক্কার অভিযোগ তুলে সরব হয়েছে পদ্ম শিবির। এমনকী তাঁর বিরুদ্ধে থানায় যাওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাল্টা বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেসও। সংসদ ভবনের গেটে দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে তাঁদেরকে পার্লামেন্টে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন রাহুল। এছাড়াও, বিজেপি সাংসদদের বিরুদ্ধে ধাক্কা দিয়ে তাঁকে হেনস্থার অভিযোগে স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তিনি হাঁটুতে আঘাত পেয়েছেন বলেও দাবি করা হয়েছে।