অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কৌশলগত বিবর্তনের ক্ষেত্রে লোবানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গ্রাহকদের কাছে এআইকে আরও গ্রহণযোগ্য করে তুলতে তাঁর অধ্যবসায় গুগল কর্তাদের নজর কাড়ে। তখন থেকেই লোবানার উত্থানের পথ প্রায় নিশ্চিত হয়ে যায়। প্রযুক্তি মহলে তাঁর নাম নিয়ে শুরু হয় চর্চা। অবশেষে তাতেই শিলমোহর পড়ল। এবার গুগল ইন্ডিয়ার অন্যতম প্রধানের দায়িত্ব নিলেন লোবানা।