মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মেলানিস্টিক চিতা হল একটি বিশেষ ধরনের চিতাবাঘ। যার মেলানিন পিগমেন্টের পরিমাণ অতিরিক্ত থাকে। যারজন্য সেই চিতাবাঘের গায়ের রং হয় কালো। সেগুলির গায়ে হলুদ ও কালো ছোপ ছোপ দেখা যায় না। বনদপ্তরের কার্শিয়াংয়ে ডিএফও দেবেশ পান্ডে জানান, কালো রঙের ওই চিতাবাঘ আসলে মেলানিস্টিক লেপার্ড। কার্শিয়াং ও সান্দাকফু এলাকায় এ ধরনের লেপার্ড রয়েছে। বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায় এর আগেও ওই লেপার্ডের ছবি ধরা পড়েছিল।