মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক ও ডিআইজি এন কে পান্ডে বলেন, এই উচ্চপর্যায়ের বৈঠক ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের প্রতীক। পারস্পরিক আলোচনা এবং সহযোগিতার মাধ্যমে দুই বাহিনী সমস্যা সমাধানের পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা বজায় রাখার প্রতিশ্রুতি পালন করছে।
বৃহস্পতিবার বিএসএফ একটি প্রেস বিবৃতি জারি করে। তাতে বলা হয় বৈঠকে বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালদহ সেক্টরের ডিআইজি তরুণ কুমার গৌতম। বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মহম্মদ ইমরান ইবনে রউফ। প্রতিনিধি দলে দুই সীমান্তরক্ষী বাহিনীর নিজ নিজ ব্যাটালিয়ন কমান্ডার এবং স্টাফ অফিসাররাও ছিলেন বলে জানিয়েছে বিএসএফ।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা, সীমান্ত এলাকায় অবৈধ কার্যকলাপ নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক সীমান্তের কাছে কৃষক ছাড়া অন্যদের চলাচল আটকানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। দুই বাহিনীর ঐক্যমত্যের ভিত্তিতে সীমান্ত সম্পর্কিত সমস্যার সমাধান খুঁজে বের করার উপর জোর দেওয়া হয়েছে।
সম্প্রতি মালদহের কালিয়াচক ব্লকের শুকদেবপুর সীমান্ত উত্তপ্ত হয়ে ওঠে। এখানকার উম্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার মুখে পড়ে বিএসএফ। সেই কাজ এখনও শুরু করতে পারেনি কেন্দ্রীয় পূর্ত বিভাগ সিপিডব্লুডি। সেই ঘটনার পর থেকে বারবার অশান্ত হয়ে ওঠে শুকদেবপুর। দুই সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দাদের মধ্যে অশান্তির খবর প্রায় শিরোনামে উঠে আসছে। শুকদেবপুরের সীমান্ত পরিস্থিতি নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়। সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য বিজিবির সঙ্গে হাত মিলিয়ে কাজ করা হবে বলেও জানিয়েছে বিএসএফ।