মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
বনগাঁ মহকুমায় প্রায় ৯২ কিলোমিটার এলাকা ভারত-বাংলাদেশ সীমান্ত। গাইঘাটা ব্লকের বেশ কিছু এলাকা কাঁটাতার বিহীন। এই এলাকা দিয়েই সীমান্তে চোরাচালান হয়। গত দু’বছর আগে থেকেই বেআব্রু এলাকায় বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিজেপি বারবার অভিযোগ করেছে, সীমান্তে জমিজটে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ থমকে আছে। যদিও বাস্তবে ছবিটা একটু অন্যরকম। গাইঘাটা সীমান্তে অনেকটা জমি সরকার অধিগ্রহণ করেছে। এখনও বেশ কিছুটা জমি অধিগ্রহণ বাকি থাকলেও অধিগ্রহণের কাজ চলছে। যে জমি পাওয়া গিয়েছে, সেখানেও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়নি। এদিন ব্লক প্রশাসনের সঙ্গে বিএসএফের বৈঠকে এই বিষয়গুলি উঠে আসে।
ব্লকের রামনগর এবং ঝাউডাঙা গ্রামপঞ্চায়েতের মধ্য দিয়ে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন, এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রায় ১০০ একর জমি কেনা হবে। জমি নিয়ে কোনও সমস্যা নেই। জমি কেনার কাজ শুরু হয়েছে। কিছু জমি অধিগ্রহণ হয়েছে। পুরো জমি পাওয়া গেলেই কাজ শুরু হবে। গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি বলেন, গাইঘাটা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে কোনও জমিজট নেই। ফেব্রুয়ারি মাসের মধ্যে জমি মাপার কাজ শেষ হয়ে যাবে। ফাইল চিত্র