মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
মৈপীঠে ঘনঘন বাঘের আগমনের কারণে এদিন বিনোদপুরে বনদপ্তরের পক্ষ থেকে এক আলোচনা সভা ডাকা হয়েছিল। এতে দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগীয় আধিকারিক নিশা গোস্বামী, অতিরিক্ত আধিকারিক অনুরাগ চৌধুরী, কুলতলির বিডিও সুচন্দন বৈদ্য সহ মৈপীঠ থানার ওসি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তিনটি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সদস্য, টাইগার টিমের সদস্যদের ডাকা হয়েছিল। বৈঠকে এই তিনটি পঞ্চায়েত এলাকায় একাধিক জাল ছেঁড়া রয়েছে বলে অভিযোগ ওঠে। রাস্তায় বিদ্যুতের আলো না থাকা, লো-ভোল্টেজ নিয়ে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পঞ্চায়েতের প্রতিনিধিরা। ঠিক হয়, জঙ্গল সংলগ্ন রাস্তায় পশুদের মৃতদেহ ফেলা যাবে না। এ নিয়ে তিনটি পঞ্চায়েত এলাকায় প্রচার চালানো হবে। প্রতি মাসে জাল পরীক্ষা করবে বনদপ্তর। এদিন মৃত মৎস্যজীবী বর্ণধর মণ্ডলের স্ত্রী কল্পনা মণ্ডলের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেয় বনদপ্তর। পাশাপাশি, তিনটি পঞ্চায়েত এলাকায় পরীক্ষামূলকভাবে সৌরবিদ্যুতের কয়েকটি আলো দেওয়া হয়।