নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় আটকে ঠান্ডা। মাঘেও দেখা নেই শীতের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সংলগ্ন জেলাগুলিতে এবার জাঁকিয়ে ঠান্ডা পড়বেতো, তা নিয়ে রীতিমতো সংশয় প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত আগামী দিন সাতেকও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন পূর্বাভাসে ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত উত্তর ভারতের সঙ্গে পূর্ব ভারতেও তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে তখনও জাঁকিয়ে শীত পড়বে কি না সেই ব্যাপারে নিশ্চিত নন আবহাওয়াবিদরা। সাম্প্রতিক অতীতে অবশ্য জানুয়ারি মাসের একেবারে শেষে কলকাতায় কনকনে ঠান্ডা পড়ার নজির আছে। যদি সেই সময়ে ঠান্ডা পড়ে, তাহলে সম্ভবত সেটাই হবে এই মরশুমের শেষ শীতের স্পেল। উল্লেখ্য, ২০২১ এবং ২০২২ সালে যথাক্রমে ৩১ ও ৩০ জানুয়ারি মাসের শীতলতম দিন ছিল। কলকাতায় ওই দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১২.১ এবং ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। গতকাল, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। আজ, শনিবার সকালে হাল্কা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।