পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
শুক্রবার বাংলার বাড়ি, দুয়ারে সরকার সহ একাধিক ইস্যু নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের সচিবরাও। এই বৈঠকেই বাংলার বাড়ির উপভোক্তাদের ‘ইউডিন’ যাচাইয়ের কাজ দ্রুত শেষ করতে বলা হয়েছে। আবার প্রায় ১২ হাজার ভূমিহীন উপভোক্তাকে জমির পাট্টা দেওয়াও সুনিশ্চিত করতে বলা হয়েছে।
প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক নির্দেশ দিয়েছিলেন। সেই সমস্ত নির্দেশ কার্যকর করার কথাও এদিন জেলাশাসকদের ফের একবার করে মুখ্যসচিব স্মরণ করিয়ে দিয়েছেন বলেও সূত্রের খবর। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি বাড়ি জলের সংযোগ, সরকারি জমি দখলদার মুক্ত করা, অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান সুনিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।
সম্প্রতি ফিল্ড ভেরিফিকেশন অ্যাপ চালু করছে রাজ্য। সেটি ব্যবহার করে আধিকারিকদের বিভিন্ন এলাকায় গিয়ে পরিদর্শনে আরও জোর দিতে বলা হয়েছে। সেইসময় বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে সমস্ত সুবিধা মিলছে কি না, তাও দেখে নিতে হবে বলেও দেওয়া হয়েছে নির্দেশ।