নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় বুধবার শেষ হল ধৃত সঞ্জয় রায়ের সওয়াল-জবাব। আজ, বৃহস্পতিবার সিবিআইয়ের সংক্ষিপ্ত বক্তব্য পেশের পরই রায়দানের দিন ঘোষিত হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। এদিন শিয়ালদহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাসের এজলাসে রুদ্ধদ্বার কক্ষে আড়াই ঘন্টার বেশি সময় ধরে চলে শুনানি। ধৃত সঞ্জয়ের কৌঁসুলি কবিতা সরকার বলেন, ‘গত শনিবার আমাদের তরফে এই মামলার সওয়াল শুরু হয়েছিল। এদিন বাকি বক্তব্য আদালতের কাছে পেশ করা হয়।’ সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি পার্থসারথি দত্ত জানান, ‘মামলার বিষয়ে অভিযুক্ত পক্ষ যেসব বক্তব্য কোর্টের কাছে পেশ করেছে, আমরা বৃহস্পতিবার তার জবাব দেব। প্রয়োজনে কিছু আইনি নথিপত্র কোর্টের কাছে পেশ করা হবে।’
এদিকে, অভয়ার পরিবারের পক্ষে আইনজীবী অমর্ত্য দে বলেন, ‘আমরা আমাদের বক্তব্য কোর্টের কাছে তুলে ধরার জন্য কিছু নথিপত্র ইতিমধ্যেই জমা দিয়েছি। বিষয়টি নিয়ে আমাদের বক্তব্য পেশের জন্য আদালতের কাছে আর্জি জানিয়েছি।’ এদিন সন্ধ্যায় কোর্ট চত্বরের বাইরে দাঁড়িয়ে অভয়ার বাবা‑মা মামলার বিষয়ে কোনও মন্তব্য না করলেও সংবাদমাধ্যমের কাছে মেয়ের মৃত্যুর জন্য ধৃত সঞ্জয়ের সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছেন।