নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাস্থ্য পরিষেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এটি মডেল কেন্দ্র হিসেবে পরিগণিত হয়েছে। সম্প্রতি এমনটাই দাবি করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে গত ২ জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারে শুরু হয়েছে ‘সেবাশ্রয়’ কর্মসূচি। বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ প্রদান এবং গুরুতর অসুস্থদের হাসপাতালে স্থানান্তরের উদ্যোগও নেওয়া হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে। জানা গিয়েছে, এই ছ’দিনে ইতিমধ্যেই ৮১ হাজার মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে।
অভিষেকের কথায়, “স্বাস্থ্য পরিষেবায় মডেল ডায়মন্ড হারবার। ‘সেবাশ্রয়’-এর মাধ্যমে এক নতুন অধ্যায়ের রচনা হল।” উল্লেখ্য, করোনার সময়েও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দুয়ারে চিকিৎসক, ভ্যাক্সিনেশন, র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছিল। তারপর অভিষেকের উদ্যোগে নতুন এই ‘সেবাশ্রয়’ কর্মসূচির সূচনা হয়েছে।