অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
বোস স্ট্যাটিসটিক্সের শতবর্ষ অনুষ্ঠান উপলক্ষ্যে এই অডিও প্রকাশ হচ্ছে বিআইটিএমে। উপস্থিত থাকবেন সিএসআইআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির অধ্যাপক ড. চন্দ্রিমা সাহা, বোস ইনস্টিটিউটের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন প্রধান ড. সুপ্রকাশচন্দ্র রায়। সত্যেন্দ্রনাথ বসুর বক্তব্যটি বাংলায় রয়েছে। এখন বিআইটিএমে প্রায়শই বিজ্ঞানীরা এসে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। উল্লেখযোগ্য, ১৯৬০ সালে সত্যেন্দ্রনাথ বসুকে দিয়েই বক্তব্য সংরক্ষণ করার ধারা শুরু হয়েছিল। বক্তব্যটি ইংরেজিতেও তর্জমা করা হয়েছে। সত্যেন্দ্রনাথ বসুর একটি ছবিও রয়েছে বিআইটিএমের আর্কাইভে। সেই ছবি দেখে প্রতিষ্ঠানের বর্তমান আধিকারিকদের অনুমান, এখন যেখানে মহিলা বিজ্ঞানীদের মূর্তি রয়েছে, সেখানেই বক্তব্য রেখেছিলেন বিজ্ঞানী। তবে অডিওটি কিন্তু বাড়ি বসে শোনা যাবে না। এদিন প্রকাশের পর বিআইটিএমের ভিতরেই এই অডিও ক্লিপ রাখা থাকবে। মিউজিয়ামে এলে শোনা যাবে সেদিনের মূল্যবান বক্তব্যটি। অন্যদিকে এদিনই বিআইটিএমে শুরু হচ্ছে কলকাতা জেলা বিজ্ঞান মেলা। বৃহস্পতি ও শুক্রবার চলবে। এ বছরের থিম দীর্ঘমেয়াদি ভবিষ্যতের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি।