অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
প্রসঙ্গত, বর্তমানে বারাসত থেকে পেট্রাপোল সংযোগকারী ১১২ নম্বর জাতীয় সড়কের কিছু জায়গা ৭ থেকে ১০ মিটার চওড়া হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা সাড়ে পাঁচ মিটার। এই রাস্তা আরও চওড়া করার বদলে সমান্তরালে নতুন ‘গ্রিনফিল্ড রোড’ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, যার দৈর্ঘ্য হবে প্রায় ৬০ কিলোমিটার। জমি অধিগ্রহণ সহ প্রস্তাবিত সড়ক নির্মাণে প্রায় ১৬০০ কোটি টাকা খরচও ধরা হয়েছে প্রাথমিকভাবে। জানা গিয়েছে, রাজ্যের সঙ্গে সড়ক পরিবহণ মন্ত্রকের ভার্চুয়াল বৈঠকের আলোচ্য সূচিতে এই প্রকল্পের বিষয়টি ছিলই না। অন্য দু’টি প্রকল্প নিয়ে আলোচনা সরিয়ে রেখে এই বিকল্প রাস্তা তৈরি নিয়ে আলোচনা শুরু করেন কেন্দ্রের আধিকারিকরা। প্রসঙ্গত, ৯ ডিসেম্বর বাংলাদেশে গিয়ে বৈঠক করেছিলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি। এই আবহে ভারত-বাংলাদেশ সীমান্তর সঙ্গে সংযোগকারী প্রস্তাবিত এই সড়ক নিয়ে কেন্দ্রের উৎসাহ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা। প্রশাসনিক সূত্রে খবর, এই রাস্তা কোন কোন এলাকা দিয়ে গেলে সহজে জমি পাওয়া যেতে পারে, সেই কাজও ইতিমধ্যে এগিয়ে রাখা হয়েছে। সেক্ষেত্রে রাস্তা তৈরির সিদ্ধান্ত চুড়ান্ত হয়ে গেলে দ্রুত কাজ শুরু করতে কোনও অসুবিধা থাকবে না।