অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
রবি ও বোরো চাষের জলসরবরাহ বৃদ্ধির জন্য সেচ ও ক্ষুদ্রসেচ দপ্তরের একাধিক পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হয়। রবি চাষের জন্য ২ লক্ষ ২৪ হাজার ১৪৪ একর এবং বোরোতে ৩ লক্ষ ৫০ হাজার ৭৭৩ একর কৃষি জমিকে সেচের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষুদ্রসেচ দপ্তরের উদ্যোগে রবি চাষের জন্য ৬ লক্ষ ৮৯ হাজার ৩৮৩ একর এবং বোরোতে ৩ লক্ষ ২ হাজার ৪৯৩ একর কৃষিজমিতে জল সরবরাহ সুনিশ্চিত করা হবে।
সেচযুক্ত এলাকা বাড়ানো হবে। ওইসঙ্গে লক্ষ্য নেওয়া হয়েছে, যেসব প্রান্তিক এলাকায় সেচখালের জল একদম পৌঁছয় না, সেগুলি চিহ্নিত করা হবে। এজন্য নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনগুলিকে। তবে একটি ব্লকের কোন কোন এলাকায় সেচের জল পৌঁছবে, তা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিরও নির্দেশ দেওয়া হয়েছে। সেচের জল নিয়ে জনমানসে বিভ্রান্তি এড়াতেই এই নির্দেশ। একেবারে এলাকা ধরে ধরে পর্যালোচনা করা হয়েছে। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে বৈঠকে জানিয়েছেন সেচমন্ত্রী। সেচের জল দিতে বিদ্যুৎ কোনও বাধা হবে না। আশ্বস্ত করেছেন বিদ্যুৎমন্ত্রী স্বয়ং।