মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
ফিনিক্স ট্যালেন্ট ম্যানেজমেন্ট নামে একটি সংস্থা ওই প্যান্ডেলগুলিতে জারিনকে নিয়ে আসার চুক্তি করে। সংস্থার মালিক মালিক বিশাল গুপ্তর অভিযোগ, পুজো প্যান্ডেলগুলিতে আসার জন্য অগ্রিম হিসেবে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন জারিন। কিন্তু তিনি সেগুলিতে না-আসায় ওই সংস্থার মোট ৪২ লক্ষ টাকা ক্ষতি হয়!
এই প্রেক্ষিতে ওইবছর ১৬ নভেম্বর অভিনেত্রীর বিরুদ্ধে নারকেলডাঙা থানায় ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফে একটি অভিযোগ দায়ের করা হয়। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগ, টাকা ফেরত চাইলে আন্ডারওয়ার্ল্ডকে দিয়ে তাঁদের খুনের হুমকি পর্যন্ত দেন অভিনেত্রী! এজন্য ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা, ৪০৬ ধারায় প্রতিশ্রুতি ভঙ্গ, ৫০৬ ধারায় ভীতি প্রদর্শন এবং ১২০বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে ওই বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে শিয়ালদহ আদালতে একটি মামলা দায়ের হয়।
ওইবছর ১১ ডিসেম্বর শিয়ালদহ আদালত থেকে জামিন পান জারিন। তাঁকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয় নিম্ন আদালত। পরবর্তীকালে ওই এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন জারিন খান। ইতিমধ্যে, ২০২৩ সালে নারকেলডাঙা থানার পুলিস শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ করে। বুধবার বিচারপতি বিভাসরঞ্জন দে’র সিঙ্গল বেঞ্চে ছিল জারিনের দায়ের করা মামলার শুনানি। বিচারপতি সব পক্ষের সওয়াল জবাব শোনার পর জারিনের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরটি খারিজ করে দেন। পর্যবেক্ষণে বিচারপতি জানান, প্রতিশ্রুতি ও চুক্তি ভঙ্গের জন্য এই ব্যাপারে দেওয়ানি আদালতে একটি মামলা বকেয়া রয়েছে, বিষয়টির নিষ্পত্তি হবে সেখানেই। - ফাইল চিত্র