মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে আরিয়ান একজনকে মারতে যায়। ইমদাদ তাতে বাধা দিয়েছিলেন। এই ঘটনায় আরিয়ান আরও খেপে যায়। এক সময়ের ভালো বন্ধুই হয়ে ওঠে সব থেকে বড় শত্রু। এক সপ্তাহ আগেই আরিয়ানের মাকে ইমদাদ গালিগালাজ করেছিল বলে অভিযোগ। সেটাই কাল হল। এমনিতেই ইমদাদকে সবক শেখানোর ছক কষছিল। এরপরই ইমদাদকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার সে সিদ্ধান্ত নেয়। আর তাই, আরিয়ান নিজের গ্যাংয়ের মধ্যে দীপক এবং কুলদীপকে টানে। সাধারণত ইমদাদ দুপুরের দিকে বাইক নিয়ে বের হয়। আর ওই সময় রাস্তায় লোকজনও কম থাকে। কয়েক দিন ধরে বাড়ির কাছে থেকে আরিয়ান নজর রাখছিল।
বুধবার ৩টে ২০ মিনিট নাগাদ সব্জি মহল্লার কাছে বিদ্যুৎ দপ্তরের পরিত্যক্ত বাড়ি থেকে ইমদাদ বাইক বের করতেই আরিয়ানরা ঘিরে গুলি চালায়। গুলি চালানোর পর তারা বিটি রোড ধরে সোদপুর স্টেশন হয়ে শিয়ালদা যাওয়ার ছক কষেছিল। তদন্ত নেমে পুলিস সিসি ক্যামেরার ফুটেজ দেখে সোদপুর থেকেই তিনজনকে গ্রেপ্তার করে। তারা ওয়ান শটার এবং ৭ এমএম ব্যবহার করেছে। হেফাজতে নিয়ে এই আগ্নেয়াস্ত্রের জোগান কারা দিয়েছিল, তা পুলিস জানার চেষ্টা চলছে। নিজস্ব চিত্র