পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এক যুবতী তাঁর দিদির সঙ্গে সুপার মার্কেটে এসেছিলেন। অভিযোগ, সেই সময় লুকিয়ে নানা আঙ্গিকে তাঁর ছবি তুলেছিলেন রানা। বিষয়টি প্রথমে দিদির নজরে আসে। যুবতী প্রতিবাদ করলে অশ্লীল ভাষায় জবাব দেন রানা। পাশাপাশি তাঁর শ্লীলতাহানিও করেন। দু’পক্ষের বচসাকে ঘিরে এলাকায় ভিড় জমে যায়। পরে পুলিস এসে রানাকে আটক করে নিয়ে যায়। ওই যুবতী বলেন, ‘আমি যখন ওই ব্যক্তিকে ছবি তোলা নিয়ে প্রশ্ন করি, তখন তিনি বলেন, অশ্লীল ছবি তুলতে তাঁর ভালো লাগে। আমি ভাবতেও পারিনি এমন উত্তর পাব। আমি থানায় অভিযোগ করেছি। এ নিয়ে পুরসভার বর্তমান চেয়ারম্যান তথা তৃণমূল নেতা স্বপন দাস বলেন, ভাবতে অবাক লাগে, এই যুবকরাই রাত দখলের আন্দোলন করেছিলেন।