পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় স্টল দিতে চেয়ে গিল্ডের কাছে আবেদন জানানোর পরও অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল হিন্দু পরিষদ। সেই মামলার শুনানিতে গিল্ড দাবি করে, নিয়ম মেনে আবেদন জানানো হয়নি। গিল্ডের আইনজীবী আদালতে বলেন, ভিএইচপি ‘স্পর্শকাতর’ বই প্রকাশ করে। আসলে তারা কোনও বই প্রকাশ করে না। বই প্রকাশ হয় বিশ্ব হিন্দু বার্তা নামক প্রকাশনা সংস্থা থেকে। বইমেলায় তারাই স্টল দিতে পারে যারা বই প্রকাশ বা বিক্রি করে। এই বক্তব্যের প্রেক্ষিতে পরিষদের আইনজীবী বলেন, বিশ্ব হিন্দু বার্তা তাদেরই সংস্থা। ২০১১ সাল থেকে তারা বইমেলায় স্টল দিয়ে আসছে। এরপর গিল্ডের আইনজীবীর কাছে বিচারপতি সিনহা জানতে চান, ‘গত কয়েক বছর ধরে ওই সংগঠনকে কেন অনুমতি দেওয়া হয়েছে। এখন কেন দেওয়া হবে না? তারা কী এত দিন স্পর্শকাতর বই প্রকাশ করেনি? হঠাৎ এখন স্পর্শকাতর বই প্রকাশ করছে?’ উত্তরে গিল্ডের আইনজীবী জানান, চলতি বছর থেকে বইমেলায় নিয়মের কিছু পরিবর্তন হয়েছে। বিচারপতি পাল্টা বলেন, ‘কেন এত বছর অনুমতি দিয়েছিলেন? নিজেদের নিয়ম খুশি মতো নিজেরা তৈরি করছেন।’ এরপরই বিচারপতি জানান, ইতিমধ্যে যেহেতু জায়গা বণ্টন হয়ে গিয়েছে, তাই মামলাকারীকে নতুন জায়গা দেওয়ার বিষয়ে বিবেচনা করতে হবে। পরবর্তী শুনানির দিন গিল্ডকে নিজেদের অবস্থান জানাতে হবে।