অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরবেলা বৈঠাভাঙা জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিল বর্ণধর ও তাঁর তিন সঙ্গী। জঙ্গল থেকে কাঁকড়া ধরার সময় আচমকায় একটি বাঘ বর্ণধরের উপর হামলা করে। বর্ণধরকে বাঁচাতে নৌকোয় থাকা লাঠি নিয়ে বাঘের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সঙ্গীরা। কোনওক্রমে ক্ষতবিক্ষত অবস্থায় বর্ণধরকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে সাড় নেই বর্ণধরের।
অবশেষে মৃত বর্ণধরের ক্ষতবিক্ষত দেহ নিয়ে গ্রামে পৌঁছায় তার সঙ্গীরা। এলাকায় মৃতদেহ নিয়ে আসায় পর কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবারের সদস্যরা। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে দিশাহারা পরিবার। এই বিষয় বর্ণধরে স্ত্রী কল্পনা মণ্ডল জানান, “বৃহস্পতিবার ভোরে মাছ ধরতে গিয়েছিল এরপর খবর আসে যে বাঘের হামলায় মৃত্যু হয়েছে। কি করবো বুঝে উঠতে পারছি না।”
উল্লেখ্য বিষয় হল, প্রশাসনের তরফে বারবার রিজার্ভ ফরেস্ট এলাকায় যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। তবে তারপরেও সতর্ক হচ্ছে না স্থানীয়রা। এর আগেও রিজার্ভ এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারিয়েছেন বহু মৎস্যজীবী । বারংবার সতর্ক করার পরেও এহেন ঘটনায় চিন্তিত প্রশাসন।