অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
আজ, বৃহস্পতিবার সকালের দিকে আকাশ রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৩ ডিগ্রি ও ১৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, গতকাল বুধবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৬.৩ ডিগ্রি ও ১৬ ডিগ্রি সেলসিয়াস। এই দুই তাপমাত্রাই স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছে নদীয়া, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলির মতো জেলা। বৃষ্টির পরে এই জেলাগুলোতে তাপমাত্রা নীচের দিকে নামতে পারে বলে পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। ফলে আপাতত গরম থাকলেও, আগামী সপ্তাহ থেকে অর্থাৎ ২৫ ডিসেম্বরের আগেই ফের শীতের কাঁপুনি প্রত্যক্ষ করতে পারে বাংলা।