সংবাদদাতা, বারুইপুর: রাতে ট্রলি ভ্যান করে মাটি নিয়ে এসে বাড়ির সামনের ডোবা ভরাট চলছে। একদিকের অংশ ইতিমধ্যেই ভরাট হয়ে গিয়েছে। এই চিত্র বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের উকিলপাড়ার। অবশ্য বাড়ির মালকিনের যুক্তি, এটি বাস্তু জমি। এলাকার কাউন্সিলার অর্চনা মল্লিকই বলেছেন এই কাজ করতে। বাস্তু জমি ভরাট করার অধিকার সবার আছে। যদিও এই প্রসঙ্গে বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস বলেন, এই ব্যাপারে কাউন্সিলার কিছুই জানেন না। পুরসভার একটি টিম গিয়ে তা দেখেও এসেছে। এই কাজ সম্পূর্ণ অবৈধ। পুলিসকেও এই বিষয়ে জানানো হয়েছে। যেটুকু জায়গা ভরাট করা হয়েছে সেখানকার মাটি ক্রেনের মাধ্যমে তুলে নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যা হলেই বাইরে থেকে মাটি নিয়ে এসে রোজ ডোবা ভরাট করা চলছে। আগেও একবার এই ডোবা ভরাটের চেষ্টা হয়েছিল। তখন তা জানতে পেরে কাজ বন্ধ করে দিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলার স্বপন মণ্ডল। এবার ফের সেই ডোবা ভরাটের কাজ চলছে। এদিকে, ডোবা ভরাটের এই ঘটনায় পুরসভা ও স্থানীয় কাউন্সিলারের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।-নিজস্ব চিত্র