দেশ

বিজেপি নেতার দুর্নীতি ফাঁস, যোগীরাজ্যে দুই সাংবাদিককে নগ্ন করে মার, খাওয়ানো হল প্রস্রাবও

লখনউ: ফের যোগীরাজ্যে চরম বর্বরতা। রাজ্যের হামিরপুরের সরিলা নগর পঞ্চায়েতের বিজেপি সভাপতির দুর্নীতি ফাঁস করেছিলেন দুই সাংবাদিক। অপরাধ এটুকুই! আর এর জেরেই তাঁদের নগ্ন করে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ওই শাসকদলের নেতা ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। এখানেই শেষ নয়। তাঁদের মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে প্রস্রাব পান করানো হয়। এনিয়েই রবিবার সরব হলেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। শাসক দলের নেতার এমন তালিবানি আচরণের বিরুদ্ধে তাঁর বক্তব্য, সংবাদমাধ্যমের মনোবল ভেঙে দিতে এটিও একপ্রকার এনকাউন্টার।
সম্প্রতি হামিরপুরের সরিলা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান তথা বিজেপির সভাপতি পবন অনুরাগীর দুর্নীতি ফাঁস করে দেয় অমিত দ্বিবেদী ও শৈলেন্দ্র মিশ্র নামে দুই সাংবাদিক। আর তাতেই আঁতে ঘা লাগে ওই বিজেপি নেতার। অভিযোগ দলবল নিয়ে দুই সাংবাদিককে পাকড়াও করেন তিনি। তারপর প্রায় ঘণ্টা তিনেক ধরে তাঁদের উপর অত্যাচার চালানো হয়। প্রথমে নগ্ন করে মারধর করা হয়। পরে মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে তাঁদের প্রস্রাব খাওয়ানো হয়। পাশাপাশি হুমকি দেওয়া হয় তাঁরা যেন পুলিসের কাছে না যান। তাহলে এই পুরো ঘটনার ভিডিও বানিয়ে ভাইরাল করে দেওয়া হবে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি বলেন, ‘সংবাদমাধ্যমের মনোবল ভেঙে দিতে, তাদের সমস্ত নীতিকে ধ্বংস করতে এই ধরনের এনকাউন্টার চালাচ্ছে সরকার’। তাই আজ সংবাদমাধ্যমও বলছে তারা বিজেপিকে চায় না। ঘটনার নিন্দা করে ময়দানে নেমেছে কংগ্রেস শিবিরও। তাদের বক্তব্য, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অর্থাৎ সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে রীতিমতো আক্রমণ চালাচ্ছে এই সরকার। বিজেপি কি সংবিধান মুছে দিয়ে তালিবানি শাসন চালাতে চায়? ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা