দেশ

ছটপুজোয় মেলেনি ছুটি, মাথায় গুলি করে আত্মঘাতী পুলিস অফিসার

পাটনা: ছুটি চেয়েছিলেন ছটপুজোর জন্য। মঞ্জুর হয়নি আর্জি। অভিযোগ, এর জেরেই শুক্রবার মাথায় গুলি করে আত্মঘাতী হন বিহার পুলিসের এক এএসআই। পাটনার একতা ভবনে ট্রাফিক পুলিসের বারাক থেকে উদ্ধার করা হয়েছে তাঁর দেহ। মৃতের নাম অজিত সিং। বিহারের ভোজপুর জেলার বড়কাগাঁওয়ের বাসিন্দা ছিলেন তিনি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছেন সেন্ট্রাল এসপি সুইটি সাহরাওয়াত ও ফরেন্সিক টিমের সদস্যরা।
ঘটনা প্রসঙ্গে অজিতের বাবা বিনোদ সিং বলেন, ‘দীপাবলি উপলক্ষ্যে ছেলের বাড়ি আসার কথা ছিল। কিন্তু আসতে পারেনি। পরে আমরা তাকে ছটপুজোয় আসার কথা বলি। ও বলে, যদি ছুটি পায় তবেই আসতে পারবে। কিন্তু আর বাড়ি ফিরল না ছেলে।’ এনিয়ে পাটনার এসপি জানান, ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ছুটি না পেয়েই কি আত্মহত্যা? এবিষয়ে প্রশ্ন করা হলে পুলিস আধিকারিক জানান, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০০৭ সালে বিহার পুলিসের কনস্টেবল পদে যোগ দেন অজিত। মাসচারেক আগে তাঁর প্রমোশন হয়েছিল। প্রথমে ভাবুয়াতে পোস্টিং ছিল তাঁর। পরে পাটনায় আসেন। স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে তাঁর।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা