দেশ

সেরা সাংসদ হবেন প্রিয়াঙ্কা

তিরুবনন্তপুরম: মাত্র সাতমাসে বদলে গিয়েছে রাহুল গান্ধীর ভূমিকা। এপ্রিলেও তিনি প্রার্থী হিসেবে ওয়েনাড়ে প্রচার করেছিলেন। আর রবিবার এলেন বোন প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে প্রচারে। জানালেন, ‘আমি আত্মবিশ্বাসী। আপনারা সম্ভবত সেরা সাংসদ পেতে চলেছেন।’ রাহুলের ছেড়ে যাওয়া আসনেই এবার প্রার্থী হয়েছেন তাঁর বোন প্রিয়াঙ্কা। বিরোধীরা এই ঘটনাকে ওয়েনাড়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে প্রচার শুরু করেছে। এই অবস্থায় ব্যক্তি প্রিয়াঙ্কার ভাবমূর্তি তুলে ধরার কাজ চালিয়ে গেলেন রাহুল। তাঁর কথায়, ‘আমি তাঁর মতো বোন পেয়ে ভাগ্যবান। তিনি এখন আপনাদের কারও বোন, কারও মেয়ে, কারও আবার মা বা মেয়ে।’ 
তবে ওয়েনাড়ের উপ নির্বাচনকে পারিবারিক গণ্ডির মধ্যে বেঁধে রাখেননি রাহুল। বরং ওয়েনাড়ের লড়াইয়ের বৃহত্তর প্রেক্ষিত তুলে ধরেন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর কথায়, ‘আজ সংবিধানকে রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে সংরক্ষণ আমরা পেয়েছি, যার জেরে আমাদের দেশ এই উচ্চতায় পৌঁছেছে, সবই সংবিধানের জন্য।’ তিনি আরও বলেন, এই সংবিধান তৈরি করেছিলেন দেশপ্রেমিকরা। ব্রিটিশের জেলে কাটিয়েও সংবিধান তৈরির সময় তাঁদের মধ্যে কোনও রাগ বা বিদ্বেষ ছিল না। বিজেপির আমলে এই বিদ্বেষ বেড়েছে। তাই প্রেম এবং বিদ্বেষের মধ্যে এবারের লড়াই। 
গত পাঁচ বছরে ওয়েনাড়ের জন্য রাহুল গান্ধী কি করেছেন, তাই তুলে ধরেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, ওয়েনাড় মেডিক্যাল কলেজের পরিষেবা আরও উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করেছেন রাহুল। তবে এই পরিষেবা আরও উন্নত করতে হবে। ভোটে জিতলে এলাকার মানুষের কর্মসংস্থান বৃদ্ধির উপর জোর দেবেন তিনি। তাঁর কথায়, ‘রাহুল গান্ধী পথ দেখিয়েছেন। আপনাদের কথা লোকসভায় তুলে ধরেছেন।’ এদিনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কিছু শিল্পপতির দহরম মহরম নিয়ে কটাক্ষ করেন প্রিয়াঙ্কা। পাশাপাশি তিনি বলেন, ‘ভালো স্বাস্থ্য পরিষেবা, সকলের জন্য সুযোগ তৈরি করা প্রধামন্ত্রীর অগ্রাধিকারের তালিকায় নেই। তিনি কেবলই ক্ষমতায় টিকে থাকতে চান। এরজন্য তিনি মানুষে মানুষে বিদ্বেষ ছড়িয়ে চলেছেন।’ 
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা