দেশ

মহারাষ্ট্রে ভোট : ৭৫ কেন্দ্রে বিজেপি বনাম কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহারাষ্ট্রে বিজেপি জোটকে রুখতে মরিয়া ‘ইন্ডিয়া।’ তাই কংগ্রেস-উদ্ধবপন্থী শিবসেনা-শারদ পাওয়ারের এনসিপি-সমাজবাদী পার্টি, বামেরা একজোট। ভোটারদের মন জয়ে প্রতিটি দল নিজেরা আলাদা নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেও যৌথ একটি প্রচারপত্র প্রকাশের পরিকল্পনা চলছে। এআইসিসি সূত্রে এমনটাই জানা গিয়েছে। রাহুল গান্ধীই এ ব্যাপারে দলকে উদ্যোগ নিতে বলেছেন। সেই মতো মহারাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি ইনচার্জ রমেশ চেন্নিথালা বাকি দুই বড় শরিক শারদ পাওয়ার এবং উদ্ধব থ্যাকারের সঙ্গে আলোচনা শুরু করেছেন। আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে ভোট। তার কয়েকদিন আগে ওই যৌথ ইস্তাহার প্রকাশ পাবে বলেই জানা গিয়েছে। যেখানে বিজেপি বিরোধী জোট এমন প্রতিশ্রুতি দেবে, যা তারা করেই দেখাবে। হিমাচল প্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানায় কংগ্রেস এখনও পর্যন্ত প্রতিশ্রুতি পালনে ফেল করেনি। সেই উদাহরণও তুলে ধরবে কংগ্রেস। 
মহারাষ্ট্রের নির্বাচন এবার রাজনৈতিক মহলের কাছে খুবই কৌতুহলের। এবারই প্রথম মুখোমুখি হবে দুই শিবসেনা, দুই এনসিপি। আর এর মধ্যে কংগ্রেসের সঙ্গে বিজেপির মুখোমুখি লড়াই হবে ৭৫টি আসনে। দুই শিবসেনার প্রার্থীরা মুখোমুখি লড়বেন ৪৭ আসনে। আর দুই এনসিপির লড়াই ৩৬টি আসনে। ফল জানা যাবে ২৩ নভেম্বর। লড়াইয়ের মধ্যে বিদর্ভ অঞ্চলটিকে বেশি করে ফোকাস করছে কংগ্রেস। গতবার (২০১৯ সালে) বিধানসভা ভোটে এই অঞ্চলে কংগ্রেস ভালো ফল না করলেও চব্বিশের লোকসভায় চমকে দিয়েছে। ১০ আসনের মধ্যে জিতেছে পাঁচটি। অথচ এই অঞ্চলেই নীতিন গাদকারি, দেবেন্দ্র ফড়নবিশের মতো বিজেপির দাপুটে নেতারা রয়েছেন। তাই এবার বিধানসভাতেও কংগ্রেস এই বিদর্ভ অঞ্চলে ভালো ফল করবে বলেই মনে করছে। 
মহারাষ্ট্রে এনভিএ জোটে কংগ্রেস ১০৩ আসন লড়ছে। বাকি শরিকরা। কেরলের ওয়েনাড়ে বোন প্রিয়াঙ্কার ভোট আগামী ১৩ নভেম্বর। তারপরই রাহুল গান্ধী মহারাষ্ট্রে প্রচারে ঝাঁপাবেন। নিজের দলের প্রার্থী তো বটেই, এমভিএর জন্যও নির্বাচনী সভা করবেন তিনি। বাণিজ্যনগরী মুম্বইতে উদ্ধবপন্থী শিবসেনার দাপটই বেশি। তাই সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধবকে দিয়েই বেশি প্রচার করানো হবে। তিন প্রধান নেতা রাহুল, শারদ পাওয়ার, উদ্ধব থ্যাকারেও যৌথ সভা করবেন। 
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা