দেশ

আজ থেকে হাওড়া, শিয়ালদহ থেকে একগুচ্ছ স্পেশাল ট্রেন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছটপুজো উপলক্ষ্যে হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে গুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। উৎসবের এই সময়ে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে বিশেষ পরিষেবা দিতে চলেছে রেল। আজ, সোমবার থেকেই স্পেশাল ট্রেনগুলি যাত্রা শুরু করবে। ট্রেনগুলির মধ্যে অন্যতম হল হাওড়া-রক্সৌল স্পেশাল। এদিন ছাড়াও ট্রেনটি হাওড়া থেকে আগামী ১১, ১৮ ও ২৫ নভেম্বর যাত্রা করবে। হাওড়া-হরিদ্বার স্পেশাল আগামী ৮ ও ১৫ নভেম্বর এই প্রান্ত থেকে ছাড়বে। পাহাড়ে যাওয়ার জন্য আগামী ৬ নভেম্বর হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। ছটপুজোর সময়ে বিহারমুখী ট্রেনে ব্যাপক ভিড় হয়। স্টেশনে স্টেশনে টিকিটের লম্বা লাইন পড়ে। যাত্রীদের এই চাহিদার কথা ভেবেই ১০, ১৭ ও ২৪ নভেম্বর হাওড়া-পাটনা স্পেশাল ট্রেন চালানো হবে। এই ট্রেনটির বিশেষ পরিষেবা মিলবে ডিসেম্বরেও। সেই সূত্রে আগামী ১, ৮, ১৫, ২২, ২৯ ডিসেম্বর হাওড়া-পাটনা রুটে এই স্পেশাল ট্রেন চলবে। ৭ নভেম্বর হাওড়া-জম্মু তাওয়াই স্পেশাল ট্রেনে সফর করতে পারবেন ইচ্ছুক যাত্রীরা। 
অন্যদিকে, এই সময়ে বহু বাঙালি পুরীতে বেড়াতে যান। তাঁদের কথা ভেবে আগামী ৭, ১৪, ২১ ও ২৮ নভেম্বর কলকাতা-পুরী রুটে স্পেশাল ট্রেন চালানো হবে। আগামী ৮, ১৫, ২২ ও ২৯ নভেম্বর হাওড়া-শিলচরের মধ্যে একটি স্পেশাল ট্রেন চলবে। কলকাতা স্টেশন থেকে পাটনার মধ্যে চলবে আরও একটি স্পেশাল ট্রেন। আগামী ৫, ১২, ১৯ ও ২৬ নভেম্বর এই ট্রেন ওই রুটে চলাচল করবে। আজ থেকে শিয়ালদহ-গোরক্ষপুরের মধ্যে স্পেশাল ট্রেন পরিষেবা শুরু হচ্ছে। এছাড়াও ট্রেনটি আগামী ৯, ১১, ১৮, ২৩, ২৫, ২৬ ও ৩০ নভেম্বর চলবে। অন্যদিকে, শিয়ালদহ-ভদোদরার মধ্যে আগামী ৫, ১২, ১৯ ও ২৬ নভেম্বর আরও একটি স্পেশাল ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলিতে সংরক্ষিত ও অসংরক্ষিত আসন থাকবে। 
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা