দেশ

ডিজিটাল অ্যারেস্ট: ১৫৯ কোটির প্রতারণা মামলায় ইডির চার্জশিট

নয়াদিল্লি: ডিজিটাল অ্যারেস্ট। সাইবার প্রতারণার এক নয়া ছক। ফাঁদে পা দিলেই ফাঁকা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সম্প্রতি ‘মন কি বাত’ অনুষ্ঠানে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে দেশবাসীকে সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরেই এবার তৎপরতা বাড়াল কেন্দ্রীয় এজেন্সিগুলি। ডিজিটাল অ্যারেস্টের একটি মামলায় সম্প্রতি চার্জশিট দাখিল করেছে ইডি। যেখানে সব মিলিয়ে জালিয়াতির অঙ্ক ১৫৯ কোটি টাকা। এর পাশাপাশি নতুন অ্যাডভাইজারি জারি করা হয়েছে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (আই৪সি)-এর তরফে। এমন কোনও ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০ বা www.cybercrime.gov.in পোর্টালে জানাতে বলা হয়েছে।
তদন্তে নেমে ইডি অফিসাররা জানতে পারেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। একটি ভুয়ো অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে লগ্নি করানো হয়েছিল শেয়ার এবং আইপিওতে। দেওয়া হয়েছিল বড় অঙ্কের মুনাফার টোপ। এমনকী শেয়ার অ্যালটমেন্টের ভুয়ো নথিও দেওয়া হয়েছিল লগ্নিকারীদের। এখানেই শেষ নয়, কয়েকজন প্রতারিতকে ডিজিটাল অ্যারেস্টের হুমকি দিয়ে পরে আরও টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারকরা। এই প্রতারণার জন্য ২৪টি ভুয়ো সংস্থাও গঠন করা হয়। পুলিসের কাছে একাধিক অভিযোগ দায়ের হওয়ার পরে তদন্তভার হাতে নেয় ইডি। তার পরই গোটা ঘটনার পর্দাফাঁস হয়। ধরা পড়ে প্রতারকরা।
শনিবার ইডির তরফে এক বিবৃতিতে জানানো হয়, বিশেষ ধরনের এই সাইবার জালিয়াতির মামলায় গত ১০ অক্টোবর বেঙ্গালুরুর বিশেষ আদালতে চার্জশিট দাখিল করে ইডি। তাতে আটজনের নামের পাশাপাশি তাদের তৈরি করা ভুয়ো ২৪ কোম্পানিরও উল্লেখ রয়েছে। বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে আছে ধৃতরা।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা