দেশ

হতে পারেন ভবিষ্যতের ফুংশুক ওয়াংড়ু পড়ুয়াদের সামনে নয়া প্রযুক্তি উদ্ভাবনের সুযোগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এর জন্য ‘উন্নত অভিযান’ নামে একটি প্রকল্প চালু করেছে। এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি সংস্থা বা ইউজিসির মাধ্যমে অংশীদারিত্ব চেয়েছে সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের। ইউজিসিও সমস্ত বিশ্ববিদ্যালয় এবং তাদের অধীন কলেজগুলির কাছে সক্রিয় অংশগ্রহণ চেয়ে চিঠি পাঠিয়েছে। অনেকের বক্তব্য, এর ফলে দেশের পড়ুয়াদের কাছে স্বদেশ সিনেমার মোহন ভার্গব বা থ্রি ইডিয়টস সিনেমার ফুংশুখ ওয়াংড়ু হওয়ার সুযোগ খুলে গিয়েছে। নয়া প্রযুক্তি উদ্ভাবন করে অখ্যাত গ্রামের জীবনযাত্রা পাল্টে দিয়েছিলেন ওই দুই সিনেমার নায়ক। এবার দেশের ছাত্র-ছাত্রীদের সামনেও সেরকম সুযোগ এসেছে।
ভারতবর্ষে গ্রামেই থাকেন জনসংখ্যার সিংহভাগ মানুষ। সমীক্ষা অনুযায়ী, ১৪৪ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ৯২ কোটিই গ্রামে বসবাস করেন। সেই কারণেই গ্রামীণ জীবনযাত্রা উন্নয়নে জোর দিতে চাইছে কেন্দ্র। ‘ফস্টারিং সোশাল রেসপন্সিবিলিটি অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস অব ইন্ডিয়া ২.০ গাইডলাইন’ ২০২২ সালেই প্রকাশ হয়েছিল। সেগুলি দ্রুত রূপায়ণের জন্যও বলা হয়েছিল। এই গাইডলাইন অনুযায়ী, সমাজজীবনের তৃণমূলস্তরে এবং গ্রামীণ তথা প্রান্তিক মানুষের কাজে আসবে এমন প্রযুক্তি উদ্ভাবনের কথা বলা রয়েছে। তবে সার্বিক উদ্যোগ সেভাবে দেখা যায়নি। তাই এবার সরাসরি প্রকল্প অনুযায়ী আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলিকে।
প্রথমত, সিলেবাস এবং কারিকুলামে সামাজিক দায়বদ্ধতা অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি সাবজেক্ট এক্সপার্ট গ্রুপ করে টেকনোলজি ডেভেলপমেন্ট এবং টেকনোলজি কাস্টমাইজেশনের দু’টি প্রকল্প চালু হয়েছে। শিক্ষক, গবেষক এবং ছাত্র-ছাত্রীরা এতে আবেদন জানাতে পারবেন। প্রথমটির জন্য প্রকল্প খরচ ধরা হয়েছে এক লক্ষ টাকা এবং দ্বিতীয়টির ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা।
গ্রামের প্রযুক্তিগত মূল চাহিদা হল নিরাপদ এবং পর্যাপ্ত পানীয় জল সরবরাহ, কৃষিকাজে শ্রম হ্রাস, উন্নত নিকাশি, বর্জ্য ব্যবস্থাপনা এবং অচিরাচরিত বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত ব্যবস্থাপনা। এর পাশাপাশি সহজলভ্য গৃহনির্মাণ ব্যবস্থার চাহিদাও রয়েছে। ইউজিসি বলেছে, যে প্রস্তাবগুলি আসবে সেগুলি যেন বাস্তব ক্ষেত্রে ব্যবহারযোগ্য এবং দীর্ঘমেয়াদী হয়। ভার্গব গ্রামে বিদ্যুৎ আনার ক্ষেত্রে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করেছিলেন। ফুংশুখ এরকম বহু কিছু করেছিলেন। সেরকমই সুযোগ এবার ছাত্র-ছাত্রীরা পেতে চলেছেন। বাস্তবে এ ধরনের কাজে সমস্যা হল, অনেক প্রযুক্তিই ল্যাবরেটরি প্রোটোটাইপ হয়ে থেকে যায়। 
এভাবেই আর্সেনিক এবং ফ্লুওরাইড ফিল্টার, বর্জ্য থেকে গ্যাস উৎপাদন জাতীয় অনেক প্রযুক্তি উদ্ভাবন হলেও তার সার্বিক ব্যবহার সম্ভব হয়নি। ফলে স্রেফ চালু প্রযুক্তিকে নকল করে কিছু একটা জমা দিলেই হবে না। সেগুলিকে মৌলিক হতে হবে। টেকনোলজি কাস্টমাইজেশনের ক্ষেত্রে চালু প্রযুক্তিকে আরও বেশি উপযোগী এবং সহজ করার লক্ষ্যেও প্রস্তাব গ্রহণ করা হবে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা