দেশ

‘বাবা সিদ্দিকির মতো খুন করা হবে’, যোগীকে হুমকি কাণ্ডে গ্রেপ্তার যুবতী

মুম্বই: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে ২৪ বছরের এক যুবতীকে গ্রেপ্তার করল মুম্বই পুলিস। ফতিমা খান নামে ওই যুবতী থানের উল্লাসনগরের বাসিন্দা। মুম্বই ট্রাফিক পুলিসের কন্ট্রোল রুমে ফোন করে হুমকি দেওয়া হয়, দশ দিনের মধ্যে যোগী পদত্যাগ না করলে তাঁকে বাবা সিদ্দিকির মতোই খুন করা হবে। সম্প্রতি এনসিপি (অজিত পাওয়ার গোষ্ঠীর) নেতা বাবা সিদ্দিকিকে খুন করা হয়। ঘটনায় নাম জড়িয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। তদন্তের পর পুলিস জানতে পেরেছে, কাঠ ব্যবসায়ীর সন্তান ফতিমা উচ্চশিক্ষিত। ইনফর্মেশন টেকনোলজি নিয়ে বিএসসি পাস করেছেন। তবে ফতিমা মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিস। মানসিক সমস্যা থেকেই তিনি এমনটা করে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও এই হুমকি মেসেজের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা নিয়ে তদন্ত জারি রয়েছে বলে মুম্বই পুলিসের তরফে জানানো হয়েছে। 
ঘটনার সূত্রপাত শনিবার। মুম্বই ট্রাফিক পুলিসের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে মেসেজ করে যোগীকে খুন করার হুমকি দেওয়া হয়। ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে প্রচারে আসতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নেয়নি মুম্বই পুলিসের সন্ত্রাস দমন শাখা (এটিএস)। ফোন নম্বরের সূত্র ধরে ফতিমার বিষয়ে জানা যায়। এরপরই উল্লাসনগর পুলিস ও এটিএস যৌথভাবে ফতিমাকে খুঁজে বের করে গ্রেপ্তার করে। 
মহারাষ্ট্রে যোগীকে খুনের হুমকি প্রথম নয়। এর আগে ২ মার্চ মুম্বই পুলিসের হেডকোয়ার্টারে ফোন করে যোগীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এক কনস্টেবলকে ফোন করে ওই হুমকি দেওয়া হয়। সেই সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা