দেশ

শ্রীনগরে গ্রেনেড হানা, জখম ৩ শিশু সহ কমপক্ষে ১২ জন

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: শনিবারই শ্রীনগরে শীর্ষস্থানীয় লস্কর-ই-তোইবা কমান্ডারকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। তার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেনেড হানায় কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের এই সদর শহর। বিস্ফোরণে কমপক্ষে ১২ জন জখম হয়েছেন। তাদের মধ্যে তিন খুদে রয়েছে বলে খবর। এই হামলার কড়া নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি জানান, সাধারণ মানুষের উপর হামলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এধরনের হানা ঠেকাতে নিরাপত্তা বাহিনী ও এজেন্সিকে সবরকম পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। 
জানা গিয়েছে, বরাবরই কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকে শ্রীনগরের টুরিস্ট রিসেপশন সেন্টার। সেন্টার লাগোয়া খেলার মাঠের পাশেই বসেছিল সাপ্তাহিক ‘সানডে মার্কেট’। সকাল থেকে সেখানে ভিড় জমান স্থানীয়রা। সেখানেই জঙ্গিদের ছোড়া গ্রেনেড এসে পড়ে। চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। প্রাণ ভয়ে ক্রেতা-বিক্রেতারা ছোটাছুটি শুরু করে দেন। মেডিক্যাল টিম নিয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জখমদের উদ্ধার করে শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল। গোটা এলাকা ঘিরে রেখে হামলাকারীদের খোঁজে জোর তল্লাশি চলছে। এক শীর্ষ প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, টুরিস্ট রিসেপশন সেন্টারের ক্রসিংয়ে নিরাপত্তা বাহিনীর একটি গাড়িকে নিশানা করেছিল জঙ্গিরা। সেটিকে লক্ষ্য করেই গ্রেনেডটি ছোড়া হয়। কিন্তু, লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তাতে পড়ে গ্রেনেডটি ফেটে যায়। তাতেই বেশ কয়েকজন জখম হয়েছেন। 
 প্রসঙ্গত, ওমর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণে পর থেকে এদিন পর্যন্ত ১১টি হিংসার ঘটনা ঘটেছে। এরমধ্যে শ্রমিক ও বাহিনীর উপর হামলার ঘটনাও রয়েছে।  
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা