দেশ

মণিপুরে অস্ত্র সহ গ্রেপ্তার ৮ জঙ্গি

বিশেষ সংবাদদাতা, আগরতলা: হিংসা বিধ্বস্ত মণিপুরে জঙ্গিদের বিরুদ্ধে চলছে নিরাপত্তা বাহিনীর অভিযান। এরইমধ্যে থৌবাল জেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব মণিপুর (পাম্বেই)-এর আট সদস্যকে করা হয়েছে। তাদের থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে পুলিস। 
পুলিস জানিয়েছে, সাধারণ মানুষকে হুমকি, থৌবাল জেলায় জমির সীমানা নির্ধারণের প্রক্রিয়ায় বাধাদানের অভিযোগে ইউএনএলএফ (পি) সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি একে-৪৭ রাইফেল, দুটি একে-৫৬ রাইফেল, একটি এম-১৬ রাইফেল, একটি ৯এমএম পিস্তল, ১৪৭ টি একে-৪৭ এর লাইভ রাউন্ড গোলাবারুদ, ২০টি এম-১৬ লাইভ রাউন্ড গোলাবারুদ, ২৫টি ৯ এমএম লাইভ রাউন্ড গোলাবারুদ, ১৬টি মোবাইল এবং একটি এসইউভি। মণিপুরে হিংসায় মদত এবং গত ফেব্রুয়ারিতে আইআরবি-র পঞ্চম ব্যাটালিয়ানের থেকে অস্ত্র লুটের অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে।  ধৃত ইউএনএলএফ (পি) সদস্যরা কুকি অধ্যুষিত এলাকায় ক্যাম্প তৈরি এবং আদিবাসীদের ভয় দেখানো ও হিংসা ছড়ানোর সঙ্গেও যুক্ত বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। 
এদিকে কুকি ন্যাশনাল ফ্রন্ট-মিলিটারি কাউন্সিলের সদস্য থংমিনথাং হাওকিপকে গ্রেপ্তার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। গত ২৭ শে এপ্রিল বিষ্ণুপুর জেলার নারানসেইনা মানিং-এ সংঘর্ষে দুই সিআরপিএফ জওয়ান নিহত এবং দু’জন আহত হয়েছিলেন। এই ঘটনায় হাওকিপ জড়িত বলে অভিযোগ।
9h 9m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট-বড় সব ব্যবসাতেই কেনাবেচা ও লাভের অঙ্ক ক্রমশ বাড়বে। সংক্রমণজনিত রোগে দৈহিক ভোগান্তির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা